Amplification
No risk, no gain.
ঝুঁকি না নিলে লাভ হয় না।
Nothing venture, nothing have.
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে!
No pains, no gains.
কষ্ট না করলে কেষ্ট মেলে না।
Main idea : Nothing can be achieved without taking risks. Proper risk can lead us to get success in life.
Amplification : Human life is full of thorns. Man faces problems in every step. It is not easy to get success here. Everybody desire success in life, but few achieve it. We are unwilling to lose anything. We want only success in the easy way. But we have to work hard to get success. We have to take risk of every kind. We have to dedicate ourselves to the path of success by taking risk. Everyone has great hopes in life. He wants to become great, famous and noble. We may fail in our first attempt. But we should not lose heart. We have to accumulate power and stamina to face the situations with double spirit. We have to be determined and firm in our mission. We should not surrender to despair. We should regard the early failures and sufferings as the price of ultimate success. If we don't risk, we shall not be able to reach success. It is risk that creates chance for us to get success. If an explorer doesn't take risk, he will not discover the mystery of the universe. Thus, we can affirm that taking risk is the source of our inspiration. But we have to be careful about risk. We must not be rash or hasty. We should think well about the possibilities before we venture upon a thing. Hasty action is like taking a leap in the dark that generally ends in disaster.
বঙ্গানুবাদ
মূলভাব : ঝুঁকি ছাড়া কোনো কিছুই লাভ করা যায় না। উপযুক্ত ঝুঁকি আমাদেরকে সাফল্যের দিকে পরিচালিত করতে পারে।
ভাবম্প্রসারণ : মানবজীবন কণ্টকাকীর্ণ। প্রতিটি পদক্ষেপে মানুষ সমস্যার সম্মুখীন হয়। এখানে সাফল্য লাভ করা সহজ নয়। জীবনে প্রত্যেকে সাফল্য কামনা করে কিন্তু স্বল্প কয়েকজন এটি লাভ করে আমরা কোনো কিছু হারাতে অনিচ্ছুক। আমরা কেবল সহজভাবে সাফল্য লাভ করতে চাই। কিন্তু সাফল্য লাভ করতে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। আমাদের সবধরনের ঝুঁকি নিতে হবে। সাফল্যের পথে আমাদেরকে ঝুঁকি নিয়ে আমাদের নিজেদেরকে উৎসর্গ করতে হবে। প্রত্যেকের জীবনে বড়ো আশা থাকে। সে মহান, বিখ্যাত ও মহানুভব হতে চায়। প্রথম প্রচেষ্টায় আমরা ব্যর্থ হতে পারি। কিন্তু আমাদের হতাশ হওয়া উচিত নয়। পরিস্থিতি মোকাবিলা করতে আমাদের দ্বিগুণ উৎসাহে সামর্থ্য ও কর্মশক্তিকে জড়ো করতে হবে। আমাদের অভিযানে আমাদেরকে সংকল্পিত দৃঢ় হতে হবে। আমাদের হতাশায় আত্মসমর্পণ করা উচিত নয়। প্রারম্ভিক ব্যর্থতা ও ভোগান্তিকে আমাদের প্রাথমিক সাফল্যের মূল্য হিসেবে বিবেচনা করা উচিত। আমরা ঝুঁকি গ্রহণ না করলে, আমরা সাফল্যে পৌঁছাতে সমর্থ হবো না। ঝুঁকিই সাফল্য লাভ করতে আমাদের জন্য সুযোগ সৃষ্টি করে দেয়। একজন অনুসন্ধানকারী ঝুকিয়ে না নিলে পৃথিবীর রহস্য উদঘাটন করতে পারবে না। সুতরাং আমরা নিশ্চিত করতে পারি যে ঝুঁকি গ্রহণ আমাদের অনুপ্রেরণার উৎস। কিন্তু আমাদের ঝুঁকির ব্যাপারে সতর্ক হতে হবে। আমরা অবশ্যই হঠকারী ও অবিবেচক হবো না। আমাদের একটি জিনিসের ওপর ঝুঁকিপূর্ণ কাজের পূর্বে, এর সম্ভাব্যতা সম্বন্ধে ভালোভাবে চিন্তা করা উচিত। অবিবেচকের মতো কাজ অন্ধকারে ঝাঁপ দেওয়ার সামিল যা সাধারণত ধ্বংসে পরিসমাপ্তি ঘটে।
--- Below Amplification for child ---
Life is not a bed of roses. It is full of thorns. We must take pains to remove the thorns in our way. We must overcome the difficulties and obstacles. Nothing great and noble can be achieved without real suffering.
Every one of us should remember that we can't gain any success in life without taking pains. There can be really no gain without pain. Thus the statement is really true.