Amplification
Nothing succeeds like success.
জলেই জল বাঁধে।
Success breeds further success.
সাফল্য আরো সাফল্যের জন্ম দেয়।
Main idea : Success in one attempt brings success in future as well. In fact, success breeds further success.
Amplification : Human beings want success in life. It is not easy to get success. Proper utilization of opportunity helps us to bring success. We have to keep on taking opportunities. Success can be achieved only by pursuing one's aim with steady application and indomitable courage, and without losing heart at failures. But it is often seen that one success promptly and easily leads to another. Success can lead to even more success. We feel elated after getting one success and are prompted to get another one. Success has a positive effect on our mentality. It develops our stamina and encourages us. When someone is adorned with success in any field of life and earns a name, his further progress or success comes as a matter of course. The success one attains once makes his path easy for another success. To him further success comes more easily than one who has not yet to make his mark in life. But it should be borne in mind that success in life is not accidental. Success is the outcome of calculated and well-planned attempt.
বঙ্গানুবাদ
মূলভাব : একক চেষ্টার সাফল্যে ভবিষ্যতে আরো সাফল আনে। বস্তুত সাফল্য আরো সাফল্যের জন্ম দেয়।
ভাবসম্প্রসারণ : মানবজাতি জীবনে সাফল্য প্রত্যাশা করে। সাফল্য লাভ করা সহজ নয়। সুযোগের উপযুক্ত সদ্ব্যবহার আমাদেরকে সাফল্য অর্জনে সহায়তা করে। আমাদেরকে সুযোগ গ্রহণে লেগে থাকতে হবে। স্থির প্রয়োগ ও অদম্য সাহসের দ্বারা ও ব্যর্থতায় হতাশ না হয়ে কেবল কারো লক্ষ্যকে অন্বেষণ করে সাফল্য অর্জন করা যেতে পারে। কিন্তু এটি প্রায়ই দেখা যায় যে একটি সাফল্য দ্রুত ও সহজে অপরকে পথপ্রদর্শন করে। সাফল্য এমনকি আরো সাফল্যের পথ দেখাতে পারে। একটি সাফল্য লাভ করে আমরা গর্ব অনুভব করি এবং অপর একটি লাভ করার জন্য অনুপ্রাণিত হই। আমাদের মানসিকতার ওপর সাফল্যের একটি ইতিবাচক প্রভাব আছে। এটি আমাদের কর্মশক্তিকে বাড়িয়ে তোলে এবং আমাদেরকে উৎসাহিত করে। যখন কেউ জীবনের যেকোনো ক্ষেত্রে সাফল্যে ভূষিত হয় এবং খ্যাতি অর্জন করে, তার আরো অগ্রগতি ও সাফল্য স্বাভাবিকভাবেই আসে। একবার কারো সাফল্য লাভ করা তার অপর সাফল্যের পথকে সহজ করে দেয়। তার কাছে আরো সাফল্য অধিকতর সহজে আসে তার চেয়ে যিনি এখন পর্যন্ত জীবনে তার লক্ষ্য স্থির করেননি। কিন্তু এটি মনে পোষণ করা উচিত যে জীবনে সাফল্য দৈবঘটনা নয়। সাফল্য হলো গণনালব্ধ ফল এবং সুপরিকল্পিত প্রচেষ্টা।