Amplification
Money is the source of all evils.
অর্থই সকল অনর্থের উৎস।
Money is the root of all unhappiness.
অর্থই সকল অসুখীর মূল।
Main idea : The importance of money in man's life is inevitable. But money creates evil in the society.
Amplification : Money is necessary for man in life. Human life becomes motionless without money. In fact, money plays a great role behind all worldly good and bad. Man can do no good or bad without the help of money. Money is the source of justifying power and pelf in the society. Generally, a moneyed man enjoys life. He leads a happy life. Money is needed in our weal and woe. joys and suffering.. Thus, money is of vital importance in our lives. For this, man always seeks for this important asset. Definitely, money has its other side. This side of money is very destructive. Man takes illegal or inhuman paths to earn money. It debases a man's morality. Money demoralizes a man. It makes a man greedier. He tortures, oppresses, cheats and deprives others. He becomes corrupted. Money creates war between country and country, Money is the source of disparity between man to man and even country to country. In fact, money is the source of all evils in our life. Thus, we have to be careful about money.
বঙ্গানুবাদ
মূলভাব : মানুষের জীবনে অর্থের গুরুত্ব অপরিহার্য। কিন্তু অর্থ সমাজে অনিষ্ট সৃষ্টি করে।
ভাবসম্প্রসারণ : মানুষের জন্য জীবনে অর্থ অপরিহার্য। অর্থ ব্যতীত মানবজীবন গতিহীন হয়ে পড়ে। প্রকৃতপক্ষে বৈশ্বিক সকল ভালোমন্দের পিছনে অর্থ বড়ো ভূমিকা পালন করে। অর্থের সাহায্য ছাড়া মানুষ ভালো বা মন্দ কোনো কিছুই করতে পারে না। সমাজে ক্ষমতা ও ধনের বিচারের উৎস হলো অর্থ। সাধারণত একজন বিত্তবান ব্যক্তি জীবনকে উপভোগ করেন। তিনি সুখী জীবনযাপন করেন। আমাদের সুখ ও দুঃখ, আনন্দ ও দুর্দশায় অর্থের প্রয়োজন। সুতরাং আমাদের জীবনে অর্থ অত্যাবশ্যক গুরুত্বপূর্ণ। এজন্য মানুষ সর্বদা এই গুরুত্বপূর্ণ সম্পদের অনুসন্ধান করে। নিশ্চিতভাবে অর্থের অপরদিকও আছে। অর্থের এই দিকটি খুব ধ্বংসাত্মক। মানুষ উপার্জনের জন্য অবৈধ বা অমানবিক পথ অনুসরণ করে। এটি মানুষের নৈতিকতার অধঃপতন ঘটায়। অর্থ একজন মানুষকে চরিত্রহীন করে। এটি একজন মানুষকে লোভী বানায়। সে অপরকে পীড়ন, নির্যাতন, প্রতারণা ও বঞ্চিত করে। সে কলুষিত হয়ে পড়ে। অর্থ দেশ ও দেশের মধ্যে যুদ্ধ বাঁধায়। অর্থ মানুষ ও মানুষের মধ্যে এমনকি দেশ ও দেশের মধ্যে বৈষম্য সৃষ্টি করে। বস্তুত, আমাদের জীবনে সকল অনর্থের উৎস অর্থ। সুতরাং, আমাদেরকে অর্থ সম্বন্ধে সতর্ক হতে হবে।