Amplification
He prayeth best who loveth best.
ভালোবাসাই সর্বোত্তম প্রার্থনা।
Main idea : Immense blessings come to us through our love to others in proper manner. Our love and affection for others take us closer to our Creator.
Amplification : God has created the world. He has created man, trees, plants, animals, insects, and other objects. He has made this world varied and attractive. Definitely, he loves his creations. He thinks for everyone. Even a silly or slimy creature is not free from his love and kindness. In fact, the image of God can be manifested within his creations. Man is the best creation of God. He has endowed man with rationality, acumen, and prudence. He has directed man to love his creations. He urges man not to discriminate among the animals. If man kills or destroys his creations, God gets enraged. Our kind and sympathetic approach to the poor, down-trodden and sufferers makes our God happy. To be kind to animals is to be kind to our Creator. Our love and affection for other animals take us closer to God. In fact, there is an indivisible link between man and other things of creation. If we break this bond, we will violate the moral code. Then our God will not listen to our prayer. He will not help us with His blessings. We shall not be able to get God's love if we don't love his creations. We have to care everyone for in our best interest. Thus, as the best creation, we have to love everyone on earth.
বঙ্গানুবাদ
মূলভাব : অপরের প্রতি উপযুক্ত ধারায় আমাদের ভালোবাসার মাধ্যমে আমাদের কাছে আশীর্বাদ আছে। অপরের প্রতি আমাদের ভালোবাসা ও স্নেহ আমাদেরকে ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যায়।
ভাবসম্প্রসারণ : ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি মানুষ, গাছপালা, উদ্ভিদ, প্রাণী, কীটপতঙ্গ ও অন্যান্য বস্তু সৃষ্টি করেছেন। তিনি এই বিশ্ব বিবিধ ও আকর্ষণীয়ভাবে সৃষ্টি করেছেন। নিশ্চিতভাবে তিনি তার সৃষ্টিকে ভালোবাসেন। তিনি সবার কথা ভাবেন। এমনকি একজন নির্বোধ বা কর্দমাক্ত প্রাণীও তার ভালোবাসা ও দয়া থেকে মুক্ত নয়। বস্তুত ঈশ্বরের প্রতিমূর্তি তার সৃষ্টির মধ্যে প্রকাশ করা যেতে পারে। মানুষ ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। ঈশ্বর মানুষকে বিচারবুদ্ধি, ধীশক্তি ও পরিণামদর্শিতা দ্বারা বিভূষিত করেছেন। তিনি তার সৃষ্টিকে ভালোবাসতে মানুষকে নির্দেশ দিয়েছেন। তিনি প্রাণীদের মধ্যে বৈষম্য সৃষ্টি না করতে মানুষকে প্ররোচিত করেছেন। যদি মানুষ তার সৃষ্টিকে হত্যা বা ধ্বংস করে তাহলে ঈশ্বর ক্রুদ্ধ হন। দরিদ্র পীড়িত ও দুঃখীভোগী লোকদের প্রতি আমাদের দয়া ও সহানুভূতিসম্পন্ন প্রস্তাব আমাদের ঈশ্বরকে সুখী করে। প্রাণীদের প্রতি দয়াপরবশ হওয়ার অর্থ আমাদের স্রষ্টার প্রতি দয়াপরবশ হওয়া। অন্যান্য প্রাণীদের প্রতি আমাদের ভালোবাসা ও স্নেহ আমাদেরকে ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যায়। বস্তুত মানুষ ও সৃষ্টির অন্যান্য জিনিসের মধ্যে অবিচ্ছেদ্য সংযোগ আছে। যদি আমরা এই বন্ধন ভঙ্গ করি, তাহলে আমরা নৈতিক সহিংসতা অমান্য করবো। তখন ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন না। তিনি তার আশীর্বানের দ্বারা আমাদেরকে সাহায্য করবেন না। যদি আমরা তার সৃষ্টিকে না ভালোবাসি, তাহলে আমরা ঈশ্বরের ভালোবাসা লাভ করতে সমর্থ হবো না। আমাদের সর্বোত্তম স্বার্থে আমাদেরকে প্রত্যেকের যত্ন নিতে হবে। সুতরাং সেরা সৃষ্টি হিসেবে, বিশ্বের প্রত্যেককে আমাদের ভালোবাসতে হবে।