Amplification
Health is wealth.
স্বাস্থ্যই সম্পদ।
সাস্থ্যই সকল সুখের মূল।
Main idea : A healthy man enjoys sound life in all aspects like physically, mentally, socially, emotionally, and intellectually. His peace and stamina depend on his sound health.
Amplification : Health is the valuable possession of a man. Nothing is more valuable than health. Heath is the root of satisfaction and well-being. A healthy man enjoys life to the core. He leads a carefree and cool life. He may be poor but his health always keeps him in good spirits. He is completely free from any illness or injury. On the other hand, an unhealthy person leads an unhappy life. He cannot live well. He suffers from both physical and mental disturbances. Life becomes 2 curses to him. He remains grumpy, cranky and peevish. He may have enough money and property but he cannot enjoy life at all. Material wealth becomes a sort of burden to an unhealthy man. Thus, a healthy man passes time in a state of bliss and happiness. So, we have to take care of our health.
বঙ্গানুবাদ
মূলভাব : একজন স্বাস্থ্যবান ব্যক্তি সবদিক দিয়ে সুস্থ জীবন উপভোগ করে যেমন- শারীরিক, মানসিক, সামাজিক, আবেগিক ও বুদ্ধিবৃত্তিক ভাবে। তার শান্তি ও কর্মশক্তি তার সুস্থ জীবনের ওপর নির্ভরশীল।
ভাবসম্প্রসারণ : স্বাস্থ্য একজন মানুষের মূল্যবান অধিকৃত বস্তু। স্বাস্থ্যের চেয়ে অধিক মূল্যবান আর কিছু নেই। স্বাস্থ্য হলো সন্তুষ্টি ও ভালোভাবে বেঁচে থাকার মূল। একজন স্বাস্থ্যবান ব্যক্তি জীবনকে পুরোপুরি উপভোগ করে। সে উদ্বেগহীন ও শান্ত জীবনযাপন করে। সে দরিদ্র হতে পারে কিন্তু তার স্বাস্থ্য সর্বদা তাকে জীবনী শক্তিতে রাখে। সে অসুস্থতা বা অনিষ্ট থেকে সম্পূর্ণভাবে মুক্ত। পক্ষান্তরে, একজন অস্বাস্থ্যকর ব্যক্তি অসুখী জীবনযাপন করে। সে ভালোভাবে বাঁচতে পারে না। সে শারীরিক ও মানসিক উভয় দিকেই গোলমালে ভুগে। জীবন তার কাছে একটি অভিশপ্ত হয়ে উঠে। সে রুক্ষমেজাজ, অচল ও খিটখিটে থাকে। তার অনেক অর্থ ও সম্পদ থাকতে পারে কিন্তু সে জীবনকে আদৌ উপভোগ করতে পারে না। একজন স্বাস্থ্যহীন লোকের কাছে পার্থিব সম্পদ একধরনের বোঝা হয়ে দাঁড়ায়। সুতরাং একজন স্বাস্থ্যবান ব্যক্তি পরমসুখ ও সুখী অবস্থায় সময় কাটায়। তাই আমাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে।