Amplification
Heart alone buys heart.
একটি অন্তর ত্যাগের বিনিময়ে অন্য অন্তর জয় করতে পারে।
Main Idea : Love is an inherent instinct of man Love is obtained when love is given.
Amplification : Man is a rational being. He is the best creation of God. His heart is formed of love, affection, and care. He can't live alone. He has to live with others in the society. Peace and harmony in society prevail if there is love among its neighbors. Man has great responsibilities towards his fellows. Others will love us if we love them. If we show love to an infant, it laughs. It means that even an infant shows love to us if we show love Even the animals show their gratitude to us if we love them. Even an enemy can be a friend through. the sweet touch of love. Our prophet Haza Mohammad (Sm) won the hearts of the disbelievers through his love and affection. He did not take revenge upon them rather he loved them from his heart. At last, they became his ardent followers. A loving heart can win the love of others. He helps others in their danger. Hate begets hate. A kind. hearted man satisfies everyone. They start loving him in return. Thus, heart can win heart through love.
বঙ্গানুবাদ
মূলভাব : ভালোবাসা মানুষের একটি স্বাভাবিক প্রবৃত্তি। ভালোবাসা প্রদানের মাধ্যমেই ভালোবাসা পাওয়া যায়।
ভাবসম্প্রসারণ : মানুষ একটি বিচার-বুদ্ধিসম্পন্ন জীব। সে ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তার হৃদয় ভালোবাসা, স্নেহ ও যত্নের জন্য গঠিত হয়েছে। সে একাকী বাস করতে পারে না। তাকে সমাজে অন্যদের সাথে বাস করতে হয়। যদি এর প্রতিবেশীদের মধ্যে ভালোবাসা থাকে, তাহলে সমাজে শান্তি ও ঐক্য অধিকতর শক্তিশালী হয়। মানুষের তার সঙ্গীদের প্রতি বড়ো দায়িত্ব আছে। আমরা যদি তাদের ভালোবালি, তাহলে অন্যরাও আমাদের ভালোবাসবে। যদি আমরা একটি শিশুকে ভালোবাসা প্রদর্শন করি, তাহলে সে হাসবে। এর অর্থ হলো যদি আমরা ভালোবাসা প্রদর্শন করি, তাহলে এমনকি একটি শিশুও আমাদেরকে ভালোবাসা প্রদর্শন করবে। যদি আমরা তাদের ভালোবাসি, তাহলে এমনকি প্রাণীরাও আমাদেরকে তাদের কৃতজ্ঞতা প্রদর্শন করে। এমনকি ভালোবাসার মধুর জোয়ারের মধ্য দিয়ে একজন শত্রু একজন বন্ধু হতে পারে। ভালোবাসা ও স্নেহের মধ্য দিয়ে আমাদের মহান নবী হযর মুহাম্মাদ (স.) অবিশ্বাসীদের হৃদয় জয় করেছিলেন। তিনি তাদের উপর প্রতিহিংসা চরিতার্থ করেননি বরং তিনি হৃদয় থেকে তাদের ভালোবাসতেন। শেষ পর্যন্ত তারা তার উৎসাহী অনুসারী হয়েছিলেন। একটি স্নেহমায় হৃদয় অপরের ভালোবাসা জয় করতে পারে। সে তাদেরকে তাদের বিপদে সাহায্য করতে পারে। ঘৃণা ঘৃণার জন্ম দেয়। একজন দয়ালু মানুষ প্রত্যেককে সন্তুষ্ট করতে পারে। তারা বিনিময়ে তাকে ভালোবাসতে শুরু করে। এভাবে ভালোবাসার মধ্য দিয়ে হৃদয়কে জয় করা যেতে পারে।