Amplification
Uneasy lies the head that wears a crown.
মুকুট না আগুনের ডালা।
Main Idea : Leadership is not easy, Crowned person have to carry a great weight of responsibility and challenges.
Amplification : The crown is the symbol of power and splendor. It is thought to be the source of happiness and carefree life. We generally think that the persons who put crowns on their heads are the happiest men. We think that they lead a heavenly life. They have no problems. But the reality is that crowned kings lead an uneasy and troubled life. Their life is full of constant dangers. Their power and pelf cost a lot of responsibilities. They are in mental torture. A crowned person is in continuous tension about losing his crown. He has to think for the welfare of his people. He has to carry a heavy burden to lead his people. His obligations wipe his sleep away from him. Thus, crowns endow life with anxieties and worries. A powerful man has to bear a lot of responsibilities.
বঙ্গানুবাদ
মূলভাব : নেতৃত্ব সহজ নয়। রাজা বা সম্রাটকে দায়িত্ব ও প্রতিদ্বন্দ্বিতার বড়ো ভার বহন করতে হয়।
ভাবসম্প্রসারণ : মুকুট হলো ক্ষমতা ও জাকজমকের প্রতীক। এটিকে সুখ ও উদ্বেগহীন জীবনের উৎস হিসেবে ভাবা হয়। আমরা সাধারণত ভাবি যে যে ব্যক্তিরা তাদের মাথায় রাজমুকুট পরেন, তারা সবচেয়ে সুখী মানুষ। আমরা মনে করি যে তারা স্বর্গীয় জীবনযাপন করেন। তাদের কোনো সমস্যা নেই। কিন্তু বাস্তবতা হলো এই যে মুকুট পরিহিত রাজারা অস্বস্তিকর ও অসুবিধাজনক জীবনযাপন করেন। তাদের জীবন নিত্য বিপদে পূর্ণ। তাদের ক্ষমতা ও ধনের মূল্য প্রচুর দায়িত্বের। তারা মানসিক পীড়নে থাকেন। মুকুট পরিহিত ব্যক্তি অবিরাম তার মুকুট হারানোর মানসিক চাপে থাকেন। তাকে জনগণের কল্যাণের জন্য ভাবতে হয়। তার জনগণকে পরিচালিত করতে তাকে ভারি বোঝা বহন করতে হয়। তার কর্তব্য তার থেকে ঘুম কেড়ে নেয়। এভাবে রাজমুকুট উৎকণ্ঠা ও উদ্বিগ্নের দ্বারা জীবনকে বিভূষিত করে। একজন ক্ষমতাশীল ব্যক্তিকে প্রচুর দায়িত্ব বহন করতে হয়।