Amplification : A good beginning is half done / Well begun is half done

Amplification


A good beginning is half done.

শুভ সূচনাই অর্ধেক সাফল্য আনয়ন করে।


Well begun is half done.

ভালোভাবে আরম্ভ করলে জয়ের পরিষ্কার আভাস পাওয়া যায়।


Main Idea : A good beginning will lead us to the progress of work. In fact, the progress and success of any work depends on a smooth or good beginning.

Amplification : The beginning of any work seems very difficult. In fact, the most difficult thing of any work is to begin first. If we can begin any work properly. we can hope for a better result. If we start any work with sufficient preparations, we shall be able to get success. Thus, a good beginning is very important. A good start is essential for a successful completion. A bad beginning of any work leads us to downfall. It distorts our attempt to end successfully A bad beginning creates adverse effect on the progress of success. It may cause delay in the completion of work. It wastes our time and energy. Anything that is well-begun can be treated as half-done. Because the first impression gives us the last impression. Thus, it is very essential to make a good start in any work.

বঙ্গানুবাদ

মুলভাব : একটি ভালো শুরু, আমাদেরকে কাজে অগ্রগতির দিকে পথ দেখায়। বস্তুত যেকোনো কাজের গতি সাফল্য তার মসৃণ বা ভালো শুরুর ওপর নির্ভর করে।

ভাবসম্প্রসারণ : কোনো কাজের শুরু খুব কঠিন বলে মনে হয়। বস্তুত যেকোনো কাজের সবচেয়ে কঠিন জিনিসটা হলো তার প্রথম শুরু করা। যদি আমরা যেকোনো কাজের শুরু যথাযথভাবে করতে পারি, তাহলে আমরা এর অধিকতর ভালো ফল আশা করতে পারি। যদি আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে কোনো কাজ শুরু করি, তাহলে আমরা এর সাফল্য পেতে সমর্থ হবো। এভাবে একটি ভালো শুরু খুব গুরুত্বপূর্ণ। একটি সফল সম্পাদনের জন্য একটি ভালো শুরু অত্যাবশ্যক। যেকোনো কাজের একটি মন্দ শুরু আমাদেরকে পতনের দিকে পরিচালিত করে। সফলভাবে সমাপ্ত করতে এটি আমাদের প্রচেষ্টাকে বিকৃত করে। মন্দ শুরু সাফল্যের অগ্রগতির পথে প্রতিকূল প্রভাব সৃষ্টি করে। এতে কাজের সমাপ্তির বিলম্বের কারণ হতে পারে। এটি আমাদের সময় ও শক্তির অপচয় ঘটায়। কোনো কিছু যা ভালোভাবে শুরু করা হয়, তাকে অর্ধেক সম্পাদন হিসেবে মনে করা যেতে পারে। কারণ প্রথম ধারণা আমাদেরকে শেষ ধারণা দান করতে পারে। সুতরাং যেকোনো কাজে ভালোভাবে শুরু করা খুব অত্যাবশ্যক।
Post a Comment (0)
Previous Post Next Post