গণিত : লাভ-ক্ষতি সমস্যা সমাধান - ২

গাণিতিক যুক্তি
লাভ-ক্ষতি
পার্ট - ২

 ১.৭.২৬  টাকায় $y$ টি ফল বিক্রয় করায় $y\%$ ক্ষতি হয়। $p\%$ লাভ করতে হলে টাকায় কয়টি ফল বিক্রয় করতে হবে?

(ক) $\frac{\left(100-y\right)}{\left(100+p\right)}$

(খ) $\frac{100y}{\left(100+p\right)}$

(গ) $\frac{\left(100+y\right)}{100p}$

(ঘ) $\frac{y\left(100-y\right)}{\left(100+p\right)}$

সমাধান

উত্তর : (ঘ) $\frac{y\left(100-y\right)}{\left(100+p\right)}$

মনে করি, ক্রয়মূল্য $100$ টাকা।
$\therefore$ $y\%$ ক্ষতিতে বিক্রয় মূল্য = $\left(100-y\right)$ টাকা
আবার, $p\%$ লাভে বিক্রয়মূল্য = $\left(100+p\right)$ টাকা

অর্থাৎ,
$\left(100-y\right)$ টাকার ফল বিক্রয় করতে হবে $\left(100+p\right)$ টাকায়
$\therefore$ 1 টাকার ফল বিক্রয় করতে হবে $\frac{\left(100+p\right)}{\left(100-y\right)}$ টাকায়

এখন,
$\frac{\left(100+p\right)}{\left(100-y\right)}$ টাকায় বিক্রয় করতে হবে $y$ টি ফল
$\therefore$ 1 টাকায় বিক্রয় করতে হবে = $\frac{y}{\frac{\left(100+p\right)}{\left(100-y\right)}} =y\times\frac{\left(100-y\right)}{\left(100+p\right)}=\frac{y\left(100-y\right)}{\left(100+p\right)}$

 ১.৭.২৭  আমের পূর্বমূল্য : বর্তমান মূল্য = ৪ : ৫ হলে শতকরা মূল্য বৃদ্ধি কত?

(ক) $৪৫\%$

(খ) $২০\%$

(গ) $২৫\%$

(ঘ) $৩০\%$

সমাধান

উত্তর : (গ) $২৫\%$

মনে করি, অনুপাতটির সাধারণ রাশি $x$
তাহলে, পূর্বমূল্য $৪x$ এবং বর্তমান মূল্য $৫x$
$\therefore$ মূল্য বৃদ্ধি $\left(৫x-৪x\right) = x$ টাকা

$৪x$ টাকায় মূল্য বৃদ্ধি পায় $x$ টাকা
$\therefore$ ১ টাকায় মূল্য বৃদ্ধি পায় $\frac{x}{৪x}$ টাকা
$\therefore$ ১০০ টাকায় মূল্য বৃদ্ধি পায় $\frac{x\times১০০}{৪x}$ টাকা বা ২৫ টাকা।

 ১.৭.২৮  এক ব্যক্তি ৯০০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৪ মাস পর ৯৬৩ টাকায় বিক্রয় করল। তার বার্ষিক শতকরা কত লাভ হলো?

(ক) ২১ টাকা

(খ) ২০ টাকা

(গ) ১৮ টাকা

(ঘ) ২৩ টাকা

সমাধান

উত্তর : (ক) ২১ টাকা

লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = ৯৬৩-৯০০=৬৩ টাকা

৪ মাস = $\frac{৪}{১২}$ বছর

৯০০ টাকায় $\frac{৪}{১২}$ বছরে লাভ হয় ৬৩ টাকা
$\therefore$ ১ টাকায় ১ বছরে লাভ হয় $৬৩\times\frac{১২}{৪}\times\frac{১}{৯০০}$ টাকা
$\therefore$ ১০০ টাকায় ১ বছরে লাভ হয় $\frac{৬৩\times১২}{৪\times৯০০}\times১০০ = ২১$ টাকা

 ১.৭.২৯  একজন দোকানদার ৭$\frac{১}{২}$% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করিল। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হইত এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশি হইত, তাহা হইলে তাহার ২০% লাভ হইত। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

(ক) ১০ টাকায়

(খ) ২০০ টাকায়

(গ) ৩০০ টাকায়

(ঘ) ৪০০ টাকায়

সমাধান

উত্তর : (খ) ২০০ টাকায়

৭$\frac{১}{২}$% ক্ষতিতে বিক্রয়মূল্য $\left(১০০-\frac{১৫}{২}\right)=\frac{১৮৫}{২}$ টাকা

১০% কমে, ক্রয়মূল্য ৯০ টাকা,
তখন ২০% লাভে বিক্রয়মূল্য ৯০ + ৯০ এর ২০% = {৯০+(৯০ এর $\frac{২০}{১০০}$)} = ১০৮ টাকা

বেশি = $\left(১০৮-\frac{১৮৫}{২}\right) = \frac{৩১}{২}$ টাকা

$\frac{৩১}{২}$ টাকা বেশি বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য ১০০ টাকা

১ টাকা বেশি বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য $\frac{১০০\times২}{৩১}$ টাকা

৩১ টাকা বেশি বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য $\frac{১০০\times২\times৩১}{৩১}$ = ২০০ টাকা

 ১.৭.৩০  একজন দোকানদার ৪০০০ টাকায় একটি শার্ট বিক্রিয় করে ২০% ক্ষতির সম্মুখীন হন। ৮% ছাড় দেওয়ার পরে ১৫% লাভ করতে হলে শার্টটির তালিকা মূল্য কত দিতে হবে?

(ক) ৫০০০ টাকা

(খ) ৫৭৫০ টাকা

(গ) ৬০০০ টাকা

(ঘ) ৬২১০ টাকা

(ঙ) ৬২৫০ টাকা

(চ) কোনোটিই নয়

সমাধান

উত্তর : (ঘ) ৬২৫০ টাকা

(১০০-২০)% = ৮০% = ৪০০০ টাকা

$\therefore$ ১০০% = $৪০০০ \times \frac{১০০}{৮০}$ টাকা = ৫০০০ টাকা


১৫% লাভ করতে হলে বিক্রয় করতে হবে = $৫০০০ \times \frac{১১৫}{১০০}$ = ৫৭৫০ টাকায়

৮% ছাড় দিতে হলে মূল্য তালিকায় দেখাতে হবে = $৫৭৫০ \times \frac{১০০}{৯২}$ = ৬২৫০ টাকা


Post a Comment (0)
Previous Post Next Post