Grammar : Metaphor

নিচের বাক্যগুলো পড়ো-

My father has a stone heart.

He is a night owl.

Ali is an early bird.

ওপরের তিনটি বাক্য পড়ে আমরা বুঝতে পারি যে আমার বাবার একটি পাথরের হৃদয় রয়েছে। সে একটি রাতের প্যাঁচা। আলী হলো ভোরের পাখি। প্রথম বাক্য heart-কে stone এর সাথে তুলনা করে হৃদয়ের কঠোরতাকে বোঝানো হয়েছে। দ্বিতীয় বাক্যে রাতের প্যাঁচার সাথে তুলনা করে তার রাতে জেগে কাজ করার অভ্যাসকে বোঝানো হয়েছে। শেষের বাক্যে ভোরের পাখির সাথে তুলনা করে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাসকে বোঝানো হয়েছে। লক্ষ করো এই তুলনাগুলো as বা like-ছাড়াই করা হয়েছে। দুটি বস্তুর মধ্যে এরূপ implicit বা পরোক্ষ তুলনাকেই ইংরেজি সাহিত্যে METAPHOR বা রূপক বলে।

Metaphor Structure
Metaphor Structure

চলো নিচে METAPHOR এর সংজ্ঞাটি দেখে নেই :

METAPHOR ভাষার শক্তিশালী একটি অস্ত্র এবং এটি জটিল বিষয়কে বুঝতে এবং তাদের সৃজনশীল উপায়ে প্রকাশ করতে শিক্ষার্থীদের সাহায্য করে। Metaphor হলো এক ধরনের বাক্যালঙ্কার যা কোনোকিছুকে অন্য কোনোকিছুর সাথে তুলনাপূর্বক বর্ণনা করতে ব্যবহৃত হয়। Simile থেকে Metaphor ভিন্ন, যেটি ‘like’, ‘as … as’ বা ‘as’ ইত্যাদি ব্যবহার করে তুলনা করে।

Metaphor তুলে ধরে যে, একটি বস্তু ঠিক যেন বস্তুটিই (উপমান)।

যেমন, ‘Life is a journey’ (জীবন একটি পরিভ্রমণ) এটি একটি Metaphor যা জীবনকে ভ্রমণের সাথে তুলনা করে। Metaphor এর ক্ষেত্রে, আমরা এমন দুটি বস্তুকে তুলনা করি যাদের পরস্পরের মধ্যে কোনো কিছুই সাধারণ নয় তথা কোনো মিলই নেই।

অন্যকথায়, দুটি বস্তু যা সাধারণত একে অপরের সাথে সংশ্লিষ্ট নয় তাদের তুলনার মাধ্যমে Metaphor পাঠকের মন-মানসে একটি অধিক বৈচিত্র্যময় ও অর্থবহ চিত্র তৈরি করতে পারে। এই উপমা বা তুলনা জটিল আইডিয়াকে সহজ ও আকর্ষণীয় উপায়ে পেশ করতে সাহায্য করে।

উদাহরণস্বরূপ :

(ক) 
The classroom was a zoo.
শ্রেণিকক্ষটি ছিল একটি চিড়িয়াখানা।

এটি একট Metaphor যা শ্রেণিকক্ষকে চিড়িয়াখানার সাথে তুলনা করে। এখানে, পাঠক বুঝতে পারবে যে, শ্রেণিকক্ষ বেশি বিশৃঙ্খল আর শোরগোলপূর্ণ ছিল।

(খ)
His heart is of stone.
তাঁর হৃদয় পাথরের।

এই Methaphor টি একজনের আবেগপূর্ণ অবস্থাকে একটি জড় বস্তুর সাথে তুলনা করে। এটি নির্দেশ করে যে, ব্যক্তিটি অনুভূতিহীন বা নিরুদ্যম।

(গ)
He was a ray of sunshine on a cloudy day.
মেঘাচ্ছন্ন দিনে সে ছিল সূর্যের এক টুকরা কিরণ।

এই Metaphor টি কারো ব্যক্তিত্বকে রৌদ্রোজ্জ্বল দিনের সাথে তুলনা করে। এটি নির্দেশ করে যে সে অন্যের মাঝে আনন্দ ও সুখ নিয়ে আসে।

তেমনিভাবে,
(ঘ)
Life is a roller coaster.
জীবন একটি রোলার কোস্টার।

এই Metaphor টি জীবনকে রোলারকোস্টারে চড়ার সাথে তুলনা করেছে। এটি ইঙ্গিত করে যে, এর (জীবনের) উত্থান-পতন আছে এবং এটি উত্তেজনাপূর্ণ ও ভীতিকর দুটিই হতে পারে।

Metaphor-এর আরও কিছু উদাহরণ ব্যাখ্যাসহ দেওয়া হলো :

(a)
Courage is a roaring lion.

Here, courage is compared to a roaring lion, which expresses the utmost power of courage.
- সাহস হলো গর্জনকারী সিংহের মতো।
- এ্ই উদাহরণে সাহসকে সিংহের সাথে তুলনা করা হয়েছে যা courage বা সাহসের চরম শক্তিকে প্রকাশ করে।

(b)
His love is a soothing balm.

Here, love is compared to a soothing balm to express the comforting ability of love.
- ভালোবাসা হলো প্রশান্তিদায়ক মলম।
- এখানে ভালোবাসাকে মলমের সাথে তুলনা করা হয়েছে যা ভালোবাসার প্রশান্তি দান করার ability বা সামর্থ্যকে বোঝায়।

(c)
Dreams are the fuel of our ambitions.

Here, dreams are compared to fuel, which expresses their generating ability to create hopes and aspirations in us.
- স্বপ্ন আমাদের উচ্চাকাঙ্ক্ষার জ্বালানি।
- এই উদাহরণে স্বপ্নকে fuel বা জ্বালানির সাথে তুলনা করা হয়েছে যা dreams বা স্বপ্নের ঐ সামার্থ্যকে বোঝায় যা আমাদের ভেতরে আশা এবং উচ্চাকাঙ্ক্ষা তৈরি করে।

(d)
Success is a ladder we climb step by step.

Here, success is compared to a ladder which we have to climb step by step.
- সফলতা হলো একটি মই যাতে আমরা ধাপে ধাপে আরোহণ করি।
- এখানে success বা সফলতাকে মই এর সাথে তুলনা করে সফলতা অর্জনের ধাপ সমূহকে বোঝানো হয়েছে।

(e)
Challenges are mountains we conquer.

Here, challenges are compared to mountains which we triumph.
- দর্প হলো পাহাড় যা আমরা জয় করি।
এখানে Challenges বা দর্পকে পাহাড়ের সাথে তুলনা করে বিপদ সঙ্কুল অবস্থাকে বুঝিয়েছে যা আমরা জয় করি।

এবার কবিতায় Metaphor এর কিছু ব্যবহার লক্ষ্য করি :

(a)
Busy old fool, unruly sun,
Why dost thou thus,
Through windows, and through curtains call on us?
Must to thy motions lovers’ seasons run?

এখানে sun বা সূর্যকে বয়স্ক, ব্যস্ত, বোকা এবং অবাধ্য লোকের সাথে তুলনা করে কবির বিরক্তি প্রকাশ করা হয়েছে।

(b)
And it grew both day and night.
Till it bore an apple bright.
And my foe beheld it shine,
And he knew that it was mine.

এখানে কবির রাগকে bright apple-এর সাথে তুলনা করা হয়েছে।

(c)
I’m a riddle in nine syllables,
An elephant, a ponderous house,
A melon strolling on two tendrils.

এখানে কবি নিজেকে ‘riddle’ বা ধাঁধা, ‘elephant’ বা হাতি এবং ‘melon’ বা তরমুজের সাথে তুলনা করে বৈচিত্র্যময় মানসিক অবস্থা প্রকাশ করেছে।

(d)
Well, son, I’ll tell you:
Life for me ain’t been no crystal stair.

এখানে জীবনকে স্বচ্ছ সিঁড়ির সাথে তুলনা করে বলা হয়েছে যে কবির জীবনটা স্বচ্ছ সিঁড়ির মতো মসৃণ নয়।

(e)
Death be not proud, though some have called thee
Mighty and dreadfull, for, thou are not some,

এখানে, Death বা মৃত্যুকে ‘Mighty’ বা শক্তিশালী এবং ‘dreadfull’ বা ভয়ানক ব্যক্তির সাথে তুলনা করে তাকে গর্বিত হতে বারণ করা হয়েছে।

এবার আরও কিছু Metaphor-এর ব্যবহার নিচে দেওয়া হলো :

(a) My hands were icicles because of the cold weather.

(b) You just have to consider the world as stage and act accordingly.

(c) You have ideas flowing one after the other. Your mind is an ocean.

(d) Runa is a nightingale, Everyone waited eagerly for her to come up on stage.

(e) Words are swords; they can cut through people’s hearts and hurt them in a way that we might not even think it could.

Related Links
Simile - Metaphor - Simile vs Metaphor
Post a Comment (0)
Previous Post Next Post