Write a short composition on ‘Your Experience of a Great Day’ in at least 5 sentences by answering the following questions.
[Remember to use capital letters, punctuation, correct spelling and sentence structure.]
[Remember to use capital letters, punctuation, correct spelling and sentence structure.]
My Experience of a Great Day
There are many memorable days in one’s life. I have some such days. But the picnic in the Botanical Garden is the most memorable among them. It was the 5th of February, I and some of my friends decided to enjoy a picnic in the Botanical Garden. It was a bright morning of the spring. We went to that picnic spot by a bus. We reached there at 9 a.m. I had a camera with me. We took many photographs. At 12 o’clock, we heated our meal with a stove and then gave it to everyone. After taking our lunch, we drank soft drinks. Then Mehadi sang a beautiful song with his guitar. Thus we spent the day of my experience. This day is ever fresh in my mind. When I remember this day, my heart leaps up with joy.
আমার একটি চমৎকার দিনের অভিজ্ঞতা
প্রত্যেকের জীবনে অনেক স্মরণীয় দিন থাকে। আমারও এমন কিছু দিন আছে। কিন্তু তার মধ্যে বোটানিক্যাল গার্ডেনের বনভোজন সবচেয়ে বেশি স্মরণীয়। আমি ও আমার কিছু বন্ধু মিলে ফেব্রুয়ারি মাসের ৫ তারিখে বোটানিক্যাল গার্ডেনে বনভোজন করতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। দিনটি ছিল বসন্তের উজ্জ্বল সকাল। আমরা বনভোজনের স্থলে বাসে চড়ে গিয়েছিলাম। আমরা সকাল ৯টায় সেখানে পৌঁছেছিলাম। আমার সাথে একটি আলোকচিত্র গ্রহণ যন্ত্র ছিল। আমরা অনেক আলোকচিত্র / ফটো তুলেছিলাম। ১২টায় একটি চুলায় খাবার গরম করে সবাইকে দিলাম। খাবারের পর আমরা কোমল পানীয় পান করলাম। তারপর মেহেদী গিটার বাজিয়ে একটি সুমধুর গান পরিবেশন করল। এভাবে আমরা একটি সফল দিন কাটিয়েছিলাম। বিকাল ৫টায় আমরা নিজেদের গন্তব্যস্থানের দিকে রওয়ানা হলাম। দিনটি ছিল আমার অভিজ্ঞতার মধ্যে একটি মহান দিন। এই দিনটি আমার মনে সদা সজাগ। যখন আমি এই দিনটির কথা মনে করি, আমার মন আনন্দে নেচে ওঠে।