উত্তাল মার্চ

Paragraph : A Firefighter

Write a short composition on ‘A Firefighter’ in at least 5 sentences by answering the following questions.
[Remember to use capital letters, punctuation, correct spelling and sentence structure.]
  1. What does a firefighter do?
  2. What type of job is firefighting?
  3. How is a firefighter?
  4. What else does a firefighter do besides putting out fire?
  5. How does a firefighter help us?

A Firefighter

A firefighter does the job of putting out fire. He is a known figure to us. Firefighting is not only a job but also a social service. A firefighter plays a vital role in putting out fires. His job is very risky and hard-working. He is physically fit, brave and careful. His main job is putting out fires. But he also does other important work. He visits schools and other institutions. He trains students and people on how to prevent fires. He also teaches them how to save people from fire. He informs general people about their duties when there is a fire in a building or a house through mass media. He is very helpful to us. But it is a matter of sorrow that he is an ill-paid serviceman.

একজন অগ্নিনির্বাপণকারী

একজন অগ্নি-নির্বাপণকারী আগুন নিভানোর কাজ করে। তিনি আমাদের সবার নিকট একজন পরিচিত জন। আগুন নিভানো শুধুমাত্র একটি চাকরি নয় একটি সামাজিক সেবাও?। আগুন নিভানোর জন্য একজন অগ্নি-নির্বাপণকারী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। তার কাজ খুব ঝুঁকিপূর্ণ ও কঠোর শ্রমের। তিনি শারীরিকভাবে উপযুক্ত, সাহসী ও সতর্ক। তার প্রধান কাজ আগুন নিভানো। কিন্তু তিনি আরো গুরুত্বপূর্ণ কাজ করেন। তিনি বিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করেন। তিনি ছাত্র ও অন্যান্যদের প্রশিক্ষণ দেন কীভাবে আগুনকে প্রতিহত করতে হয়। তিনি তাদেরকে এ শিক্ষাও দেন যে কীভাবে মানুষকে আগুন থেকে রক্ষা করতে হয়। যখন একটি ভবন বা বাড়িতে আগুন লাগে, সাধারণ জনগণের তখন কী করতে হয় তা তিনি গণমাদ্যমে শিক্ষা দেন। তিনি আমাদের জন্য খুব উপকারী। কিন্তু এটা দুঃখের বিষয় যে তিনি নিম্ন বেতনের একজন চাকরিজীবী।
Post a Comment (0)
Previous Post Next Post