উত্তাল মার্চ

Paragraph : My Evening Activities

Write a short composition on ‘Your Evening Activities’ in at least 5 sentences by answering the following questions.
[Remember to use capital letters, punctuation, correct spelling and sentence structure.]
  1. What are you?
  2. What keeps you busy in the evening?
  3. What is your first job in the evening?
  4. What do you do after taking snacks?
  5. What do you do after completing your study?

My Evening Activities

Evening is a very important part for everybody. I am a student. I remain very busy at this time because I have to do many duties. First, I say my maghrib prayer. Then I take light snacks and sit to read. I read all the important subjects. I complete my homework for school if I have any. I can read with deep attention. I watch TV for sometimes. I help my mother in the kitchen. I help my younger sister with her reading. I spend some time with my parents. Actually, the evening activities are very important in my life.

আমার সান্ধ্যকালীন কার্যাবলি

সন্ধ্যা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অংশ। আমি একজন ছাত্র। এই সময় আমি খুব ব্যস্ত থাকি কারণ আমাকে অনেক কাজ করতে হয়। প্রথমে, আমি মগরিবের নামাজ আদায় করি। তারপর আমি হালকা নাশতা খাই এবং পড়তে বসি। আমি সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়ি। বিদ্যালয়ের কোনো বাড়ির কাজ থাকলে আমি সেগুলো করি। এই সময় আমি খুব মনোযোগ সহকারে পড়তে পারি। আমি কিছু সময়ের জন্য টিভি দেখি। আমি মাকে রান্নাঘরের কাজে সহযোগিতা করি। আমি আমার ছোট বোনকে তার লেখাপড়ায় সহযোগিতা করি। আমি কিছু সময় পিতামাতার সাথে কাটাই। প্রকৃতপক্ষে, সান্ধ্যকালীন কার্যাবলি আমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
Post a Comment (0)
Previous Post Next Post