পহেলা বৈশাখ

গণিত : সরল মুনাফা সমস্যা সমাধান : ২৬ - ৫০

Simple & Compound Interest Problem Solve
গাণিতিক যুক্তি
সরল মুনাফা
পার্ট - ২

 ১.৫.SI-২৬  একই মুনাফা হারে কোন আসল ৬ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা-আসলে তিনগুণ হবে?

(ক) ৮ বছর

(খ) ১২ বছর

(গ) ১০ বছর

(ঘ) ৯ বছর

সমাধান

উত্তর : (খ) ১২ বছর

ধরি, আসল ১০০ টাকা,

মুনাফা-আসলে দ্বিগুণ = ১০০$\times$২=২০০ টাকা। যেখানে, মুনাফা = মুনাফাআসল থেকে বাদ আসল = ২০০-১০০ = ১০০ টাকা।

মুনাফা-আসলে তিনগুণ = ১০০$\times$৩=৩০০ টাকা, যেখানে, মুনাফা = মুনাফাআসল থেকে বাদ আসল = ৩০০-১০০ = ২০০ টাকা।


এর পর থেকে সমস্যাটি দুই পদ্ধতিতে সমাধা করা যায়


প্রথম পদ্ধতি:

১০০ টাকা মুনাফা হয় ৬ বছরে,

১০০$\times$২=২০০ টাকা মুনাফা হবে ৬$\times$২=১২ বছরে।


দ্বিতীয় পদ্ধতি:

যখন আসলটি দ্বিগুণ হয়, তখন মুনাফার হার নির্ণয় করি

এখানে, মুনাফা $(I)=100$ টাকা, আসল $(P)=100$ টাকা, সময় $(n)=6$ বছর, মুনাফার হার $(r)=?\%$

আমরা জানি, $r=\frac{I}{Pn} \times 100$

বা, $r=\frac{100}{100 \times 6} \times 100 = \frac{50}{3}$


যখন আসলটি তিনগুণ হবে, তখন কত বছর হবে তা নির্ণয় করতে হবে

তখন, মুনাফা $(I)=200$ টাকা, আসল $(P)=100$ টাকা, সময় $(n)=?$ বছর, মুনাফার হার $(r)=\frac{50}{3}\%$

আমরা জানি, $n=\frac{I}{Pr} \times 100$

বা, $n=\frac{200}{100 \times \frac{50}{3}} \times 100$

বা, $n=\frac{200}{\frac{5000}{3}} \times 100$

বা, $n=200 \times \frac{3}{5000} \times 100=12$


Practice More
  • কোন আসল ২০ বছরে সুদে-আসলে দ্বিগুণ হলে, কত বছরে সুদে-আসলে তিনগুণ হবে?৪০ বছরে
  • একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদে ১২ বছরে সুদে আসলে দ্বিগুণ হয় এই হার সুদে একই পরিমাণ মূলধন কত বছরে সুদে-আসলে চারগুণ হবে?৩৬ বছরে

 ১.৫.SI-২৭  ৫% বার্ষিক মুনাফায় কত টাকায় ২ বছরের মুনাফা ১২০ টাকা?

(ক) ১০০০ টাকা

(খ) ১২০০ টাকা

(গ) ১৫০০ টাকা

(ঘ) ২০০০ টাকা

সমাধান

উত্তর : (খ) ১২০০ টাকা

এখানে, মুনাফা $(I)=120$ টাকা, আসল $(P)=?$ টাকা, সময় $(n)=2$ বছর, মুনাফার হার $(r)=5\%$

আমরা জানি, $P=\frac{I}{nr} \times 100$

বা, $P=\frac{120}{2 \times 5} \times 100 = 1200$ টাকা

Practice More

 ১.৫.SI-২৮  এক ব্যক্তি তার মূলধনের ৬০% শেয়ার বাজারে বিনিয়োগ করেন এবং বাকি ৪০% সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন। যদি তিনি শেয়ার বাজার হতে শতকরা ৫ টাকা আয় করেন এবং সঞ্চয়পত্র থেকে শতকরা ৬ টাকা আয় করেন এবং এতে তার মোট আয় ১০৮০ টাকা হয়, তবে তিনি কত টাকা বিনিয়োগ করেছিলেন?

(ক) ১০,০০০ টাকা

(খ) ২০,০০০ টাকা

(গ) ১৫,০০০ টাকা

(ঘ) ৩০,০০০ টাকা

সমাধান

উত্তর : (খ) ২০,০০০ টাকা

মনে করি, তাঁর মোট বিনিয়োগ ১০০ টাকা

১০০ এর ৬০% হয় ৬০ টাকা, যার ৫% মুনাফা ৩ টাকা


এবং, ১০০ এর ৪০% হয় ৪০ টাকা, যার ৬% মুনাফা ২.৪ টাকা।


মোট মুনাফা (৩+২.৪)=৫.৪ টাকা।


৫.৪ টাকা মুনাফা হয় ১০০ টাকায়

১ টাকা মুনাফা হয় $\frac{১০০}{৫.৪}$ = $\frac{১০০ \times ১০}{৫৪}$ টাকায়

১০৮০ টাকা মুনাফা হয় $\frac{১০০ \times ১০ \times ১০৮০}{৫৪}$ = ২০০০০ টাকায়


বিকল্প সমাধান:

মনে করি, তাঁর মোট বিনিয়োগ $x$ টাকা


শেয়ার বাজারে বিনিয়োগ $x$ এর $60\%$ = $\frac{60x}{100}$ = $\frac{3x}{5}$ টাকা

এখানে, মুনাফা $(I_1)=?$ টাকা, আসল $(P_1)=\frac{3x}{5}$ টাকা, সময় $(n)=1$ বছর, মুনাফার হার $(r_1)=5\%$

আমরা জানি, $I=Pnr \times \frac{1}{100}$

বা, $I_1=\frac{3x}{5} \times 1 \times 5 \times \frac{1}{100}$ = $\frac{3x}{100}$ টাকা


সঞ্চয়পত্রে বিনিয়োগ $x$ এর $40\%$ = $\frac{40x}{100}$ = $\frac{2x}{5}$ টাকা

এখানে, মুনাফা $(I_2)=?$ টাকা, আসল $(P_2)=\frac{3x}{5}$ টাকা, সময় $(n)=1$ বছর, মুনাফার হার $(r_2)=6\%$

আমরা জানি, $I=Pnr \times \frac{1}{100}$

বা, $I_2=\frac{2x}{5} \times 1 \times 6 \times \frac{1}{100}$ = $\frac{12x}{500}$ টাকা


দেওয়া আছে, মোট মুনাফা $I_1+I_2=1080$ টাকা

বা, $\frac{3x}{100} + \frac{12x}{500} = 1080$ টাকা

বা, $\frac{15x+12x}{500} = 1080$ টাকা

বা, $\frac{27x}{500} = 1080$ টাকা

বা, $x = 1080 \times \frac{500}{27} = 20000$ টাকা

Practice More

 ১.৫.SI-২৯  বার্ষিক ১০% সরল সুদে কত টাকা ৫ বছরে সুদে আসলে ৭৫০ টাকা হবে?

(ক) ৪৫০ টাকা

(খ) ৫০০ টাকা

(গ) ৫৫০ টাকা

(ঘ) ৭০০ টাকা

সমাধান

উত্তর : (খ) ৫০০ টাকা

মনে করি, আসল $100$ টাকা

$10\%$ হারে $100$ টাকার $5$ বছরের সুদ, $I$ $=Pnr \times \frac{1}{100}$ $=100 \times 5 \times 10 \times \frac{1}{100}$ $=50$ টাকা

তাহলে ৫ বছর পর সুদাসল হবে = সুদ + আসল = $100+50=150$ টাকা


সুতরাং, ৫ বছরে

$150$ টাকা সুদাসল হলে আসল $100$ টাকা

$1$ টাকা সুদাসল হলে আসল $\frac{100}{150}$ টাকা

$750$ টাকা সুদাসল হলে আসল $\frac{100 \times 750}{150}=500$ টাকা


Shortcut:

$\frac{750}{150} \times 100=500$

Practice More

 ১.৫.SI-৩০  কোন টাকা ৫ বছরে ৬% হার সুদে সুদে-আসলে ১৩০০ টাকা হয়, কত বছরে ঐ টাকা সুদে-আসলে ১৩৯০ টাকা হবে?

(ক) ২.২ বছরে

(খ) ৩.৫ বছরে

(গ) ৪.৫ বছরে

(ঘ) ৬.৫ বছরে

সমাধান

উত্তর : (ঘ) ৬.৫ বছরে

দেওয়া আছে, কোন টাকা ৫ বছরে ৬% হার সুদে সুদে-আসলে ১৩০০ টাকা হয়।

ধরি, এখানে সুদ $(I)=x$ টাকা

তাহলে, আসল $(P)=\left(1300-x\right)$ টাকা, সময় $(n)=5$ বছর, সুদের হার $(r)=6$%

আমরা জানি, $I=Pnr \times \frac{1}{100}$

বা, $x=\left(1300-x\right) \times 5 \times 6 \times \frac{1}{100}$

বা, $x=\left(1300-x\right) \times \frac{30}{100}$

বা, $x=\left(1300-x\right) \times \frac{3}{10}$

বা, $x=\left(1300 \times \frac{3}{10}\right)-\left(x \times \frac{3}{10}\right)$

বা, $x=\frac{3900}{10}-\frac{3x}{10}$

বা, $x=\frac{3900-3x}{10}$

বা, $10x=3900-3x$

বা, $10x+3x=3900$

বা, $13x=3900$

বা, $x=\frac{3900}{13}$

বা, $x=300$

সুতরাং, ৫ বছরের সুদ $(I)=x=300$ টাকা, তাহলে আসল $(P)=1300-x$ $=1300-300$ $=1000$ টাকা


সুতরাং, প্রশ্নে উল্লেখিত, সুদাসল $1390$ টাকা হলে; সুদ = সুদাসল-আসল $=1390-1000$ $=390$ টাকা


এখন,

$300$ টাকা সুদ হয় $5$ বছরে

$1$ টাকা সুদ হয় $\frac{5}{300}$ বছরে

$390$ টাকা সুদ হয় $\frac{5 \times 390}{300}$ $=\frac{13}{2}$ $=6.5$ বছরে


বিকল্প সমাধান:

ধরি, আসল $100$ টাকা

তাহলে, $6$% হারে $5$ বছরের সুদ $6 \times 5$ $=30$ টাকা,

সুতরাং, $5$ বছর পর সুদাসল হবে, $100+30$ $=130$ টাকা।


সুদাসল $130$ টাকা হলে আসল $100$ টাকা

সুদাসল $1$ টাকা হলে আসল $\frac{100}{130}$ টাকা

সুদাসল $1300$ টাকা হলে আসল $\frac{100 \times 1300}{130}$ $=1000$ টাকা।


সুতরাং, প্রশ্নে উল্লেখিত,

৫ বছরের সুদাসল $1300$ টাকা হলে; সুদ = সুদাসল-আসল $=1300-1000$ $=300$ টাকা

এবং সুদাসল $1390$ টাকা হলে; সুদ = সুদাসল-আসল $=1390-1000$ $=390$ টাকা


এখন,

$300$ টাকা সুদ হয় $5$ বছরে

$1$ টাকা সুদ হয় $\frac{5}{300}$ বছরে

$390$ টাকা সুদ হয় $\frac{5 \times 390}{300}$ $=\frac{13}{2}$ $=6.5$ বছরে

Practice More
  • কিছু টাকা ৮% লাভে ৩ বছরে লাভ-আসলে ১৮৬০ টাকা হয়। কত বছর পর তা লাভ-আসলে ২০৪০ টাকা হবে?৪.৫ বছরে

 ১.৫.SI-৩১  কোন মূলধন ৩ বছরের জন্য বিনিয়োগ করা হলো, সুদের হার ৫ টাকা হলে, সুদ আসলের কত অংশ?

(ক) $\frac{১}{৩}$ অংশ

(খ) $\frac{১}{৪}$ অংশ

(গ) $\frac{১}{৫}$ অংশ

(ঘ) $\frac{৩}{২০}$ অংশ

সমাধান

উত্তর : (ঘ) $\frac{৩}{২০}$ অংশ

ধরি, আসল ১০০ টাকা। তাহলে ৫% হারে ১ বছরে সুদ হবে ৫ টাকা, এবং ৩ বছরে সুদ হবে (৫$\times$৩) বা ১৫ টাকা।

১০০ টাকা আসলে ৩ বছর পর সুদ ১৫ টাকা হলে, সুদ আসলের $\frac{১৫}{১০০}$ বা $\frac{৩}{২০}$ অংশ হবে।


 ১.৫.SI-৩২  শতকরা বার্ষিক কত হার সুদে ১ বছরে সুদ আসলের $\frac{১}{৪}$ হবে?

(ক) ১০% হারে

(খ) ১৫% হারে

(গ) ২০% হারে

(ঘ) ২৫% হারে

সমাধান

উত্তর : (ঘ) ২৫% হারে

ধরি, আসল ১০০ টাকা। তাহলে সুদ হবে ১০০ এর $\frac{১}{৪}$ বা ২৫ টাকা।

সুদের হার সব সময় ১ বছরে ১০০ টাকা আসলের উপর নির্ণয় করতে হয়, তাই ১০০ টাকার ১ বছরের সুদ যেহেতু ২৫ টাকা হয়। সুতরাং সুদের হারও হবে ২৫%।


কিন্তু যদি সূত্রের সাহায্যে নির্ণয় করতে চাই, তাহলে নিম্নের মত করতে হবে।

আমরা জানি, সুদের হার $r=\frac{I}{Pn} \times 100$ $=\frac{25}{100 \times 1} \times 100$ $=25\%$

Practice More

 ১.৫.SI-৩৩  শতকরা বার্ষিক ৫ হার সুদে কত বছরে সুদ আসলের $\frac{৫}{১৬}$ অংশ হবে?

(ক) ৮ বছর

(খ) ৬ বছর

(গ) ৬.৫ বছর

(ঘ) ৬.২৫ বছর

সমাধান

উত্তর : (ঘ) ৬.২৫ বছর

ধরি, আসল $(P)$ ১০০ টাকা। তাহলে সুদ $(I)$ হবে ১০০ এর $\frac{৫}{১৬}$ বা ৩১.২৫ টাকা।

দেওয়া আছে, সুদের হার $(r)$ ৫%


আমরা জানি, সময় $(n)=\frac{I}{Pr} \times 100$

$=\frac{৩১.২৫}{১০০ \times ৫} \times ১০০$

$=\frac{৩১২৫}{১০০ \times ৫ \times ১০০} \times ১০০$

$=৬.২৫$ বছর


 ১.৫.SI-৩৪  কোনো আসল ৪ বছরের সুদ, সুদাসলের $\frac{১}{৬}$ অংশ হবে। সুদের হার কত?

(ক) $৬\frac{১}{৬}$%

(খ) $৫$%

(গ) $৭\frac{১}{২}$%

(ঘ) $৪$%

সমাধান

উত্তর : (খ) $৫$%

দেওয়া আছে সুদ, সুদাসলের $\frac{১}{৬}$ অংশ।

এই সুদাসলের মধ্যে, সুদ যদি ১ অংশ/টাকা হয়, আসল হবে (৬-১) বা ৫ অংশ/টাকা

এই ১ অংশ/টাকা সুদ ৪ বছরের, সুতরাং এক বছরে সুদ হবে $\frac{১}{৪}$ অংশ/টাকা


১ বছরে,

আসল ৫ অংশ/টাকা হলে সুদ হবে $\frac{১}{৪}$ অংশ/টাকা,

আসল (৫$\times$২০) বা ১০০ টাকা হলে সুদ হবে $\left(\frac{১}{৪} \times ২০\right)$ বা ৫ টাকা

Practice More

 ১.৫.SI-৩৫  কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা আসলের $\frac{৩}{৮}$ অংশ হলে, আসল ও মুনাফার হার নির্ণয় করুন।

(ক) আসল ২০০০ টাকা, মুনাফার হার ১২.৫%

(খ) আসল ৪০০০ টাকা, মুনাফার হার ১২.৫%

(গ) আসল ৩০০০ টাকা, মুনাফার হার ১২%

(ঘ) আসল ৪০০০ টাকা, মুনাফার হার ১৩%

সমাধান

উত্তর : (খ) আসল ৪০০০ টাকা, মুনাফার হার ১২.৫%

দেওয়া আছে, মুনাফা আসলের $\frac{৩}{৮}$ অংশ।

অর্থাৎ আসল ৮ অংশ হলে মুনাফা ৩ অংশ। মুনাফা-আসল একতে (৮+৩)=১১ অংশ

প্রশ্নমতে,

১১ অংশ = ৫৫০০ টাকা

১ অংশ = $\frac{৫৫০০}{১১}$ টাকা = ৫০০ টাকা


সুতরাং আসল $(P)$ ৮ অংশ = ৫০০$\times$৮ =৪০০০ টাকা

এবং $(n)$ ৩ বছরের মুনাফা $(I)$ ৩ অংশ = ৫০০$\times$৩ =১৫০০ টাকা


আমরা জানি, মুনাফার হার, $r=\frac{I}{Pn} \times 100$

$=\frac{১৫০০}{৪০০০ \times ৩} \times ১০০$

$=১২.৫$ বা ১২.৫%

Practice More
  • কোনো মূলধন ৩ বছরে সরল সুদে-মূলে ১১০০০ টাকা হয়। সুদ আসলের তিন অষ্টমাংশ হলে আসল ও সুদের হার নির্ণয় করুন।আসল ৮০০০ টাকা, সুদের হার ১২.৫%
  • কোনো আসল ৩ বছরে মুনাফা আসলে ৬৬০০ টাকা হয়। মুনাফা আসলের $\frac{৩}{৮}$ অংশ হলে, আসল ও মুনাফার হার কত?আসল ৪৮০০ টাকা, মুনাফার হার ১২.৫%
  • কোনো আসল ৫ বছরে সুদ সহ আসলে ৩০৬ টাকা এবং সুদ আসলের $\frac{৯}{২৫}$ অংশ, আসল ও সুদের হার নির্ণয় করো।আসল ২২৫ টাকা, সুদের হার $৭\frac{১}{৫}$%

 ১.৫.SI-৩৬  কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা-আসলে ৫৬০০ টাকা এবং মুনাফা আসলের ৪০ শতাংশ। মুনাফার বার্ষিক হার ৮% হলে সময় নির্ণয় করুন।

(ক) ৭ বছর

(খ) ৬ বছর

(গ) ৫ বছর

(ঘ) ৪ বছর

সমাধান

উত্তর : (গ) ৫ বছর

দেওয়া আছে, মুনাফা আসলের ৪০ শতাংশ।

অর্থাৎ, মুনাফা আসল একতে ১০০+৪০=১৪০ শতাংশ


তাহলে,

১৪০ শতাংশ = ৫৬০০ টাকা

১ শতাংশ $=\frac{৫৬০০}{১৪০}$ =৪০ টাকা


সুতরাং,

মুনাফা $(I)$ = ৪০ শতাংশ$\times$৪০ টাকা = ১৬০০ টাকা

আসল $(P)$ = ১০০ শতাংশ$\times$৪০ টাকা = ৪০০০ টাকা

দেওয়া আছে, মুনাফার হার $(r)$ =৮%


সুতরাং,

আমরা জানি, সময় $(n)=\frac{I}{Pr} \times 100$

$=\frac{১৬০০}{৪০০০ \times ৮} \times ১০০$

$=৫$ বছর

Practice More

 ১.৫.SI-৩৭  সুদের হার ৬% থেকে ৪% হওয়ায় এক ব্যক্তির বাৎসরিক আয় ২০ টাকা কমে গেল। আসলের পরিমান কত?

(ক) ১০০০ টাকা

(খ) ১২০০ টাকা

(গ) ১৫০০ টাকা

(ঘ) ১৮০০ টাকা

সমাধান

উত্তর : (ক) ১০০০ টাকা

১ বছরে সুদের হার কমে (৬-৪)%=২%


২ টাকা সুদ কমলে আসল ১০০ টাকা

১ টাকা সুদ কমলে আসল $\frac{১০০}{২}$ টাকা

২০ টাকা সুদ কমলে আসল $\frac{১০০ \times ২০}{২}=১০০০$ টাকা।


বিকল্প সমাধান - ১

সুদের হার $(r)$, ১ বছরে কমে (৬-৪)%=২%

সময় $(n)$ = ১ বছর, সুদ $(I)$ = ২০ টাকা।


আমরা জনি, আসল $(P)=\frac{I}{nr} \times 100$

$=\frac{২০}{১ \times ২} \times ১০০$

$=১০০০$ টাকা


বিকল্প সমাধান - ২

১ বছরে সুদের হার কমে (৬-৪)%=২%


প্রশ্নমতে,

২% = ২০ টাকা

১% = $\frac{২০}{২}$ টাকা

১০০% = $\frac{২০ \times ১০০}{২}$ টাকা = ১০০০ টাকা

Practice More

 ১.৫.SI-৩৮  সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়, তার মূলধন কত?

(ক) ৫০০ টাকা

(খ) ৬০০ টাকা

(গ) ৬৫০ টাকা

(ঘ) ৭০০ টাকা

সমাধান

উত্তর : (ঘ) ৭০০ টাকা

১ বছরে সুদের হার কমে (৭-৫)%=২%

সুতরাং, ৫ বছরে সুদের হার কমে ২%$\times$৫=১০%


৫ বছরে,

১০ টাকা সুদ কমলে আসল ১০০ টাকা

১ টাকা সুদ কমলে আসল $\frac{১০০}{১০}$ টাকা

৭০ টাকা সুদ কমলে আসল $\frac{১০০ \times ৭০}{১০}=৭০০$ টাকা।


বিকল্প সমাধান - ১

সুদের হার $(r)$, ১ বছরে কমে (৬-৪)%=২%

সময় $(n)$ = ৫ বছর, সুদ $(I)$ = ৭০ টাকা।


আমরা জনি, আসল $(P)=\frac{I}{nr} \times 100$

$=\frac{৭০}{৫ \times ২} \times ১০০$

$=৭০০$ টাকা


বিকল্প সমাধান - ২

১ বছরে সুদের হার কমে (৬-৪)%=২%

সুতরাং, ৫ বছরে সুদের হার কমে ২%$\times$৫=১০%


প্রশ্নমতে,

১০% = ৭০ টাকা

১% = $\frac{৭০}{১০}$ টাকা

১০০% = $\frac{৭০ \times ১০০}{১০}$ টাকা = ৭০০ টাকা

Practice More

 ১.৫.SI-৩৯  সুদের হার ০.৭৫ শতাংশ হ্রাস পাওয়াতে একজন আমানতকারীর আমানতের উপর ৪ বছরে প্রাপ্ত আয় ৭৫০ টাকা কমে যায়। তার আমানতের মোট পরিমাণ কত?

(ক) ২৫,০০০ টাকা

(খ) ১৮,৭৫০ টাকা

(গ) ৩০,০০০ টাকা

(ঘ) ১,০০,০০০ টাকা

সমাধান

উত্তর : (ক) ২৫,০০০ টাকা

১ বছরে সুদের হার হ্রাস পায় বা কমে যায় ০.৭৫%

সুতরাং, ৪ বছরে সুদের হার কমে ০.৭৫%$\times$৪=৩%


৪ বছরে,

৩ টাকা সুদ কমলে আমানত ১০০ টাকা

১ টাকা সুদ কমলে আমানত $\frac{১০০}{৩}$ টাকা

৭৫০ টাকা সুদ কমলে আমানত $\frac{১০০ \times ৭৫০}{৩}=২৫০০০$ টাকা।


বিকল্প সমাধান - ১

সুদের হার $(r)$, ১ বছরে হ্রাস পায় বা কমে ০.৭৫%

সময় $(n)$ = ৪ বছর, সুদ $(I)$ = ৭৫০ টাকা।


আমরা জনি, আমানত $(P)=\frac{I}{nr} \times 100$

$=\frac{৭৫০}{৪ \times ০.৭৫} \times ১০০$

$=\frac{৭৫০ \times ১০০}{৪ \times ৭৫} \times ১০০$

$=২৫০০০$ টাকা


বিকল্প সমাধান - ২

১ বছরে সুদের হার কমে ০.৭৫%

সুতরাং, ৪ বছরে সুদের হার কমে ০.৭৫%$\times$৪=৩%


প্রশ্নমতে,

৩% = ৭৫০ টাকা

১% = $\frac{৭৫০}{৩}$ টাকা

১০০% = $\frac{৭৫০ \times ১০০}{৩}$ টাকা = ২৫০০০ টাকা


 ১.৫.SI-৪০  শতকরা বার্ষিক ৪.৫% হারে ১ বছরের সুদ ২০২.৫ টাকা। ঐ মূলধন টি শতকরা বার্ষিক ৫ টাকা সুদে বিনিয়োগ করলে অতিরিক্ত কত টাকা সুদ হিসেবে পাবেন?

(ক) ২২.৫০ টাকা

(খ) ২০.২৫ টাকা

(গ) ৪২.৭৫ টাকা

(ঘ) ২৫ টাকা

সমাধান

উত্তর : (ক) ২২.৫০ টাকা

সুদের হার অতিরিক্ত বৃদ্ধি (৫-৪.৫)% =০.৫%


সুদের হার অতিরিক্ত বৃদ্ধি যতটুকু, সুদও অতিরিক্ত বৃদ্ধি ততটুকু।


১ বছরে সুদের হার-

৪.৫% হলে, সুদ ২০২.৫ টাকা

১% হলে, সুদ $\frac{২০২.৫}{৪.৫}$ টাকা

০.৫% হলে, সুদ $\frac{২০২.৫ \times ০.৫}{৪.৫}$ $=\frac{২০২৫ \times ৫ \times ১০}{৪৫ \times ১০ \times ১০}$ $=\frac{২০২৫}{৯০}$ $=\frac{২০২৫}{৯০}$ $=\frac{৪৫}{২}$ $=২২\frac{১}{২}$ $=২২.৫০$ টাকা


 ১.৫.SI-৪১  সরল হারে ৮০০ টাকা ৩ বছরে ৯৫৬ টাকা হলে। সুদের হার ৪% বৃদ্ধি পেলে ৮০০ টাকা ৩ বছরে কত টাকা হবে?

(ক) ১০২০.৮০ টাকা

(খ) ১০২৫ টাকা

(গ) ১০৫২ টাকা

(ঘ) কোনোটিই নয়

সমাধান

উত্তর : (গ) ১০৫২ টাকা

৩ বছরে $(n)$ মোট সুদ $(I)$ = সুদাসল - আসল $(P)$ = ৯৫৬-৮০০ = ১৫৬ টাকা।


আমরা জানি, সুদের হার $(r)=\frac{I}{Pn} \times 100$

$=\frac{১৫৬}{৮০০ \times ৩} \times ১০০ = ৬.৫\%$


প্রশ্নমতে, যদি সুদের হার ৪% বৃদ্ধি পায়, অর্থাৎ যদি $(r_1)$=(৬.৫+৪)=১০.৫% হয় তাহলে সুদাসল নির্ণয় করতে হবে।


আবার, আমরা জানি, সুদ $(I)=Pnr \times \frac{1}{100}$

$=৮০০ \times ৩ \times ১০.৫ \times \frac{১}{১০০}$

$=৮০০ \times ৩ \times \frac{১০৫}{১০} \times \frac{১}{১০০} = ২৫২$


সতরাং সুদাসল = সুদ + আসল = ২৫২+৮০০ = ১০৫২ টাকা


বিকল্প সমাধান :

অতিরিক্ত ৪% এর ৩ বছরের সুদ $\left(৮০০ এর ৪\% \right) \times ৩$ $=\left(৮০০ এর \frac{৪}{১০০} \right) \times ৩$ $=৩২ \times ৩$ $=৯৬$ টাকা

অতিরিক্ত ৯৬ টাকা সুদ সহ ৩ বছর পর সুদাসল হবে ৯৫৬+৯৬ = ১০৫২ টাকা

Practice More

 ১.৫.SI-৪২  $x\%$ হারে $x$ টাকার $4$ বছরের সুদ $x$ টাকা হলে $x$ = কত?

(ক) $25$ টাকা

(খ) $20$ টাকা

(গ) $30$ টাকা

(ঘ) $32$ টাকা

সমাধান

উত্তর : (ক) $25$ টাকা

এখানে, আসল $(P)$ = $x$ টাকা, সময় $(n)$ = $4$ বছর, সুদের হর $(r)$ = $x\%$


আমরা জানি, সুদ $I=Pnr \times \frac{1}{100}$

বা, $I=x \times 4 \times x \times \frac{1}{100}$

বা, $I=\frac{x^2}{25}$


কিন্তু দেওয়া আছে, ‍সুদ $(I)=x$ টাকা।


অর্থাৎ $\frac{x^2}{25}=x$

বা, $x^2=25x$

বা, $\frac{x^2}{x}=\frac{25x}{x}$ [উভয় পক্ষকে $x$ দ্বারা ভাগ করে]

$\therefore x=25$


 ১.৫.SI-৪৩  শতকরা ১ টাকা হার সুদে, ১ টাকার সুদ ১ টাকা হবে কত বছরে?

(ক) ১০০ বছরে

(খ) ১০ বছরে

(গ) ১০০০ বছরে

(ঘ) ১ বছরে

সমাধান

উত্তর : (ক) ১০০ বছরে

এখানে, আসল $(P)$ = ১ টাকা, সময় $(n)$ = ? বছর, সুদের হর $(r)$ = $১\%$, সুদ $(I)$ = ১ টাকা


আমরা জানি, সময় $n=\frac{I}{Pr} \times 100$ বছর

বা, $n=\frac{১}{১ \times ১} \times ১০০$

$\therefore n=১০০$ বছর


 ১.৫.SI-৪৪  শতকরা বার্ষিক ৪ টাকা হার সুদে কত টাকার ৫ বছরের সুদ ৪ টাকা হবে?

(ক) ২৫ টাকা

(খ) ৩০ টাকা

(গ) ১৫ টাকা

(ঘ) ২০ টাকা

সমাধান

উত্তর : (ঘ) ২০ টাকা

ধরি, আসল $(P)$ = $x$ টাকা,

দেওয়া আছে, সময় $(n)$ = $5$ বছর, সুদের হর $(r)$ = $4\%$, সুদ $(I)$ = $4$ টাকা


আমরা জানি, আসল $P=\frac{I}{nr} \times 100$ টাকা

বা, $x=\frac{4}{5 \times 4} \times 100$

$\therefore x=20$ টাকা


 ১.৫.SI-৪৫  রানা $1200$ টাকা যত বছরের জন্য তত হার সুদে সরল সুদে লোন নিল। যদি সে লোন মেয়াদের শেষে $432$ টাকা সুদ পরিশোধ করে তাহলে সুদের হার কত ছিল?

(ক) $3.6\%$

(খ) $6\%$

(গ) $18\%$

(ঘ) কোনোটিই নয়

সমাধান

উত্তর : (খ) $6\%$

ধরি, সুদের হার $(r)$ = $x\%$, সুতরাং সময় $(n)$ = $x$ বছর

দেওয়া আছে, আসল $(P)$ = $1200$ টাকা, সুদ $(I)$ = $432$ টাকা


আমরা জানি, সুদের হার $r=\frac{I}{Pn} \times 100$

বা, $x=\frac{432}{1200 \times x} \times 100$

বা, $x=\frac{36}{x}$

বা, $x^2=36$

বা, $x=\sqrt{36}$

$\therefore x=6$


অর্থাৎ সুদের হার $x\%=6\%$ এবং সময় $x=6$ বছর।


 ১.৫.SI-৪৬  কোনো মূলধন $6$ বছরের জন্য ধার দেয়া হলো। লাভের হার প্রথম $3$ বছরের জন্য $5\%$ এবং শেষ $3$ বছরের জন্য $4\%$ নির্দিষ্ট করা হয়। $6$ বছর পর লাভ সহ টাকার পরিমাণ $127$ টাকা হলে মূলধন কত?

(ক) $100$ টাকা

(খ) $90$ টাকা

(গ) $80$ টাকা

(ঘ) $70$ টাকা

সমাধান

উত্তর : (ক) $100$ টাকা

ধরি, মূলধন $(P)=x$ টাকা


আমরা জানি, লাভ $(I) = Pnr \times \frac{1}{100}$


প্রথম $3$ বছরের লাভ নির্ণয় করি

এখানে, সময় $(n_1)=3$ বছর, সুদের হার $(r_1)=5\%$

সতরাং, $I_1=x \times 3 \times 5 \times \frac{1}{100}$

$\therefore I_1=\frac{15x}{100}$


দ্বিতীয় $3$ বছরের লাভ নির্ণয় করি

এখানে, সময় $(n_2)=3$ বছর, সুদের হার $(r_2)=4\%$

সতরাং, $I_2=x \times 3 \times 5 \times \frac{1}{100}$

$\therefore I_2=\frac{12x}{100}$


দেওয়া আছে, $6$ বছরের সুদাসল $126$ টাকা।

অর্থাৎ, সুদাসল = সুদ+আসল = (প্রথম $3$ বছরের সুদ + দ্বিতীয় $3$ বছরের সুদ)+আসল = $(I_1+I_2)+P=126$


অর্থাৎ, $(I_1+I_2)+P=127$

বা, $\left(\frac{15x}{100}+\frac{12x}{100}\right)+x=127$

বা, $\frac{15x}{100}+\frac{12x}{100}+x=127$

বা, $\frac{15x+12x+100x}{100}=127$

বা, $\frac{127x}{100}=127$

বা, $x\times\frac{127}{100}=127$

বা, $x=127\times\frac{100}{127}$

$\therefore x=100$


মূলধন $(P)=x=100$ টাকা


 ১.৫.SI-৪৭  মিলন $5,600$ টাকার কিছু টাকা $5\%$ সরল মুনাফায় এবং অবশিষ্ট টাকা $4\%$ সরল মুনাফায় বিনিয়োগ করে। সে এক বছরে $256$ টাকা মুনাফা পেলে $4\%$ হারে কত টাকা বিনিয়োগ করেছিল?

(ক) $2,500$ টাকা

(খ) $2,400$ টাকা

(গ) $2,600$ টাকা

(ঘ) $3,200$ টাকা

সমাধান

উত্তর : (খ) $2,400$ টাকা

ধরি, $4\%$ হার মুনাফায় বিনিয়োগ করেন $x$ টাকা।

তাহলে, $5\%$ হার মুনাফায় বিনিয়োগ করেন $(5600-x)$ টাকা।


আমরা জানি, মুনাফা $(I) = Pnr \times \frac{1}{100}$


$5\%$ হার মুনাফায়, মুনাফার পরিমাণ নির্ণয় করি

এখানে, আসল $(P_1)=(5600-x)$ টাকা, সময় $(n)=1$ বছর, মুনাফার হার $(r_1)=5\%$

সতরাং, $I_1=(5600-x) \times 1 \times 5 \times \frac{1}{100}$

$\therefore I_1=\frac{5(5600-x)}{100}$


$4\%$ হার মুনাফায়, মুনাফার পরিমাণ নির্ণয় করি

এখানে, আসল $(P_2)=x$ টাকা, সময় $(n)=1$ বছর, মুনাফার হার $(r_2)=4\%$

সতরাং, $I_2=x \times 1 \times 4 \times \frac{1}{100}$

$\therefore I_2=\frac{4x}{100}$


দেওয়া আছে, মোট মুনাফা $256$ টাকা।

অর্থাৎ, $5\%$ হারে মুনাফার পরিমাণ+ $4\%$ হারে মুনাফার পরিমাণ = $I_1+I_2=256$


অর্থাৎ, $\frac{5(5600-x)}{100}+\frac{4x}{100}=256$

বা, $\frac{28000-5x}{100}+\frac{4x}{100}=256$

বা, $\frac{28000-5x+4x}{100}=256$

বা, $\frac{28000-x}{100}=256$

বা, $28000-x=25600$

বা, $28000-25600=x$

$\therefore x=2400$


$4\%$ হার মুনাফায় বিনিয়োগ করেন $x=2,400$ টাকা।

Practice More

 ১.৫.SI-৪৮  সেলিম $6\%$ সরল সুদে ব্যাংকে $10000$ টাকা বিনিয়োগ করে। আর কত টাকা $8\%$ সরল সুদে বিনিয়োগ করলে সে মোটের উপর $7\%$ হারে সুদ পাবে?

(ক) $18500$ টাকা

(খ) $18750$ টাকা

(গ) $19000$ টাকা

(ঘ) $10000$ টাকা

সমাধান

উত্তর : (ঘ) $10000$ টাকা

ধরি, $8\%$ হারে অতিরিক্ত বিনিয়োগ $x$ টাকা। সুতরাং মোট বিনিয়োগ $(10000+x)$ টাকা।


আমরা জানি, সুদ $(I) = Pnr \times \frac{1}{100}$


প্রশ্নমতে,

$10000$ টাকার $6\%$ হারে সুদ $+$ অতিরিক্ত বিনিয়োগের $8\%$ হারে সুদ $=$ মোট বিনিয়োগের $7\%$ হারে সুদ


$\left(10000 \times 1 \times 6 \times \frac{1}{100}\right)$$+$$\left(x \times 1 \times 8 \times \frac{1}{100}\right)$$=$$(10000+x) \times 1 \times 7 \times \frac{1}{100}$

বা, $\frac{60000}{100}$$+$$\frac{8x}{100}$$=$$\frac{7(10000+x)}{100}$

বা, $\frac{60000+8x}{100} = \frac{70000+7x}{100}$

বা, $60000+8x = 70000+7x$

বা, $8x-7x = 70000-60000$

$\therefore x = 10000$


$8\%$ হারে অতিরিক্ত বিনিয়োগ $x=10000$ টাকা।

 ১.৫.SI-৪৯  জেমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে $10\%$ সরল মুনাফায় আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়। জেমি $2$ বছর পর মুনাফা আসলে যত টাকা শোধ করে $3$ বছর পর সিমি মুনাফা আসলে তত টাকা শোধ করে। তাদের ঋণের অনুপাত কত?

(ক) $15:14$

(খ) $14:13$

(গ) $13:12$

(ঘ) $12:11$

সমাধান

উত্তর : (গ) $13:12$ টাকা

ধরি, জেমির ঋণের পরিমাণ $x$ এবং সিমির ঋণের পরিমাণ $y$ টাকা।

তাদের ঋণের অনুপাত $x:y$ নির্ণয় করতে হবে।


আমরা জানি, মুনাফা $(I) = Pnr \times \frac{1}{100}$


$10\%$ হারে জেমির $2$ বছরের মুনাফা $(I_1)=x \times 2 \times 10 \times \frac{1}{100}$ $=\frac{x}{5}$

$10\%$ হারে সিমির $3$ বছরের মুনাফা $(I_2)=y \times 3 \times 10 \times \frac{1}{100}$ $=\frac{3y}{10}$


$10\%$ হারে জেমির $2$ বছরে মুনাফা ও আসল একত্রে $x+\frac{x}{5}$ $=\frac{5x+x}{5}$ $=\frac{6x}{5}$

$10\%$ হারে সিমির $3$ বছরে মুনাফা ও আসল একত্রে $y+\frac{3y}{10}$ $=\frac{10y+3y}{10}$ $=\frac{13y}{10}$


প্রশ্নমতে, $10\%$ হারে $2$ বছরে জেমির মুনাফা-আসল $=$ $10\%$ হারে $3$ বছরে সেমির মুনাফা-আসল

অর্থাৎ,

বা, $\frac{6x}{5}=\frac{13y}{10}$

বা, $60x=65y$

বা, $\frac{x}{y}=\frac{65}{60}$

বা, $\frac{x}{y}=\frac{13 \times 5}{12 \times 5}$

বা, $\frac{x}{y}=\frac{13}{12}$

বা, $\therefore x:y=13:12$


 ১.৫.SI-৫০  শতকরা $6\%$ মুনাফায় $950$ টাকা $8$ বছরে যত মুনাফা হয়, বার্ষিক $7.50\%$ হার মুনাফায় কত টাকা $19$ বছরে তত মুনাফা হবে?

(ক) $750$ টাকা

(খ) $420$ টাকা

(গ) $300$ টাকা

(ঘ) $320$ টাকা

সমাধান

উত্তর : (ঘ) $320$ টাকা

প্রথম অংশে, আসল $(P)=950$ টাকা, সময় $(n)=8$ বছর, মুনাফার হার $(r)=6\%$, মুনাফা $(I)$ নির্ণয় করতে হবে।


আমরা জানি, মুনাফা $(I) = Pnr \times \frac{1}{100}$ টাকা


$=950 \times 8 \times 6 \times \frac{1}{100}$

$=456$ টাকা


প্রশ্নমতে, প্রথম অংশের মুনাফা ও দ্বিতীয় অংশের মুনাফা সমান। সুতরাং দ্বিতীয় অংশেরও মুনাফা $(I)=456$ টাকা

এবং দেওয়া আছে, দ্বিতীয় অংশে সময় $(n)=19$ বছর, মুনাফার হার $(r)=7.50\%$, আসল $(P)$ নির্ণয় করতে হবে।


আমরা জানি, আসল $(P) = \frac{I}{nr} \times 100$ টাকা


$=\frac{456}{19 \times 7.50} \times 100$

$=\frac{456 \times 100}{19 \times 750} \times 100$

$=320$ টাকা


বিকল্প সমাধান:

ধরি, দ্বিতীয় অংশের আসল $x$ টাকা।


দেওয়া আছে, প্রথম অংশের মুনাফা = দ্বিতীয় অংশের মুনাফা


আমরা জানি, মুনাফা $(I) = Pnr \times \frac{1}{100}$ টাকা


সুতরাং,

$950 \times 8 \times 6 \times \frac{1}{100} = x \times 19 \times 7.50 \times \frac{1}{100}$

বা, $456 = x \times 19 \times 7.50 \times \frac{1}{100}$

বা, $456 = x \times 19 \times \frac{750}{100} \times \frac{1}{100}$

বা, $456 = x \times 19 \times \frac{15}{2} \times \frac{1}{100}$

বা, $456 = x \times 19 \times \frac{3}{2} \times \frac{1}{20}$

বা, $456 = \frac{57x}{40}$

বা, $\frac{57x}{40}=456$

বা, $x=456 \times \frac{40}{57}$

$\therefore x=320$


অর্থাৎ, দ্বিতীয় অংশের আসল $x=320$ টাকা।

Practice More

Post a Comment (0)
Previous Post Next Post