পহেলা বৈশাখ

গণিত : ৯ম-১০ম শ্রেণি : অধ্যায় ২.১ : সেট : সমাধান

class-9-10 board book math solve

বাস্তব সংখ্যা

উদাহরণ, কাজ, প্রমাণ

লিখার উপর ক্লিক অথবা টাচ্ করলেই সমাধান পেয়ে যাবেন

 উদাহরণ : ১  $A=\{7,14,21,28\}$ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ কর।


 উদাহরণ : ২  $B=\{x:x,7$ এর গণনীয়ক$\}$ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর।


 উদাহরণ : ৩  $C=\{x:x,$ ধনাত্মক পূর্ণসংখ্যা এবং $x^2<18\}$ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর।


 উদাহরণ : ৪  দেখাও যে, সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট।


 উদাহরণ : ৫  $P=\{x,y,z\}$ এর উপসেটগুলো লিখ এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই কর।


 উদাহরণ : ৬  $P=\{x:x,12$ এর গণনীয়কসমূহ $\}$ এবং $Q=\{x:x,3$ এর গুণিতক এবং $x\leq12\}$ হলে, $P-Q$ নির্ণয় কর।


 উদাহরণ : ৭  $U=\{1,2,3,4,5,6,7\}$, $A=\{2,3,6,7\}$ এবং $B=\{1,3,5\}$ হলে, $A^c$ ও $B^c$ নির্ণয় কর।


 উদাহরণ : ৮  $U=\{3,4,5\}$ এবং $D=\{4,6,8\}$ হলে, $C\cup D$ নির্ণয় কর।


 উদাহরণ : ৯  $P=\{x\in N:2<x\leq6\}$ এবং $Q=\{x\in N:x$ জোড় সংখ্যা এবং $x\leq8\}$ হলে, $P\cap Q$ নির্ণয় কর।


 উদাহরণ : ১০  $A=\varnothing$, $B=\{a\}$, $C=\{a,b\}$ সেট তিনটির শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা কত?


 উদাহরণ : ১১  $\left(2x+y,3\right)=\left(6,x-y\right)$ হলে $(x,y)$ নির্ণয় কর।


 উদাহরণ : ১২  $P=\{1,2,3\}$, $Q=\{3,4\}$, $R=P\cap Q$ হলে $P\times R$ এবং $R\times Q$ নির্ণয় কর।


 উদাহরণ : ১৩  যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা $311$ এবং $419$ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে $23$ অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় কর।

Post a Comment (0)
Previous Post Next Post