বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৪ অনুযায়ী গড় স্বাক্ষরতার হার – ৫৭.৯%।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান উপাচার্য কে ছিলেন? – স্যার এ. এফ. রহমান।
বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? – কুদরত-ই-খুদা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন – আর. সি. মজুমদার।
ব্রিটিশ ভারতে সরকারি ভাষা হিসেবে ইংরেজির প্রবর্তন হয় – ১৮৩৫।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার নামে বোস চেয়ার প্রতিষ্ঠিত হয়েছিল? – সত্যেন বসু।
বিখ্যাত ভারতীয় ব্রিটিশ সাহিত্যিক নীরদ সি চৌধুরীর পৈতৃক বাসভূমি কোথায়? – বাংলাদেশের কিশোরগঞ্জে।
ফোর্ট উইলিয়াম কলেজ কখন প্রতিষ্ঠিত হয়? – ১৮০০ সালে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? – ১৯২১ সালে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে? – পি. জে. হার্টস।
আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা প্রবর্তন কে করেন? – স্যার সৈয়দ আহমদ।
কার্জন হল কবে নির্মিত হয়? – ১৯০৫ সালে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম কী? – নাথান কমিশন। (১৩ সদস্য বিশিষ্ট কমিশন ১৯১২ সালে গঠিত হয়।)
ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যাক্ট পাস হয় কবে? – ১৯২০ সালে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? – ১৯২১ সালে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি দান করেন কে? – নবাব সলিমুল্লাহ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে প্রথম ভি.সি. হওয়ার গৌরব অর্জন করেন কে? – ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন (১৯৪৮-১৯৫৩), ৬ষ্ঠ ভিসি।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি কে ছিলেন? – বিচারপতি আবু সাঈদ চৌধুরী (১৯৬৯-৭২)।
উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন? – স্যার এ. এফ রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান ভিসি কে ছিলেন? – স্যার এ. এফ. রহমান (১৯৩৪-১৯৩৬), ৩য় ভিসি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিজি কে ছিলেন? – স্যার পি. জে হাটর্স (১৯২০-১৯২৫), ১ ডিসেম্বর ১৯২০ নিয়োগপ্রাপ্ত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় কত সালে? – ১৯২৩ সালে।
স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় কত সালে? – ১৮ ডিসেম্বর ১৯৯৯ সালে, (৪০তম সমাবর্তন)।
১৯৫২-এর ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন কে? – ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি ডিগ্রি প্রাপ্ত নোবেল বিজয়ী কারা? – ৩ জন। ১. সিভি রমন (ভারত), ২. আবদুস সালাম (পাকিস্তান) এবং ৩. অমর্ত্য সেন (ভারত)।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি প্রাপ্তদের মধ্যে মোট কতজন নোবেল বিজয়ী হন? – ৫ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ খ্রি. পর্যন্ত কতজনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়? – ৩০ জনকে। (ডক্টর অব লজ ২৭ জন, ডক্টর অব সায়েন্স ১৩ জন, ডক্টর অব লিটারেচার ১০ জন)
কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘ডক্টর অব লিটারেচার’ প্রদান করে? – ১৯৩৬ সালে।
কত সালে কবি কাজী নজরুল ইসলামকে ‘ডক্টর অব লিটারেচার’ প্রদান করা হয়? – ১৯৭৪ সালে।
ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সর্বপ্রথম সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পান কে? – জি. সি. আই. (ডক্টর অব লজ), ১৯২২ সালে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ (২০১৫) সালে সম্মানসূচক ডক্টরেট অব লজ ডিগ্রি পেয়েছেন কে? – WIPA এর মহাপরিচালক অধ্যাপক ফ্রান্সিস ক্যারি (১৩ জানুয়ারি ২০১৫)
রাজশাহী বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? – ১৯৫৩ সালে।
বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয় কয়টি? – ৩৭টি। (সর্বশেষ রবিন্দ্র বিশ্ববিদ্যালয়, সিরাজগঞ্জ)।
বাংলাদেশের কতটি সরকারি মেডিকেল কলেজ রয়েছে? – ৩১টি। (আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ১টি এবং আর্মি মেডিকেল কলেজ ৫টি)
বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী কমিশন (UGC) কবে প্রতিষ্ঠিত হয়? – ১৬ ডিসেম্বর ১৯৭২।
ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? – ১৮০০ সালে।
ঢাকা মেডিক্যাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? – ১৯৪৬ সালে।
বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম কোনটি? – কচুবাড়ী কৃষ্টপুর, ঠাকুরগাঁও।
বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা কোনটি? – মাগুড়া।
মোট জনসংখ্যার ভিত্তিতে কোন জেলায় অক্ষরজ্ঞানের হার সর্বোচ্চ? – ঢাকা জেলায়।
মোট জনসংখ্যার ভিত্তিতে কোন জেলায় অক্ষরজ্ঞানের হার সর্বনিম্ন? – জামালপুর জেলায়, ৩৯.৫৫%।
আইনের আওতায় কবে বাংলাদেশে প্রথম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়? – ১ জানুয়ারি, ১৯৯২ (৬৮টি থানায়)।
সারাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কত সালে? – ১ জানুয়ারি, ১৯৯৩।
দেশে অবৈতনিক নারী শিক্ষা চালু রয়েছে কোন শ্রেণি পর্যন্ত? – স্নাতক।
বাংলাদেশে কখন থেকে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু করা হয়? – ১৯৯৩ সালে।
বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কী নামে পরিচিত? – ড. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন (১৯৭২ সালে)
বর্তমানে বাংলাদেশে সাক্ষরতার হার কত? – ৬২.৩%। (অর্থনৈতিক সমীক্ষা ২০১৫) ৬৫.৫%; (ব্যানবেইস রিপোর্ট-২০০১)।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠা কাল
- কলকাতা মাদ্রাসা (১৭৮১)
- সংস্কৃত কলেজ (১৭৯১)
- ফোর্ট উইলিয়াম কলেজ (১৮০০)
- ব্রাক্ষ্ম মন্দির (১৮১৭)
- গৌড়ীয় সমাজের প্রতিষ্ঠা (১৮২৩)
- তত্ত্ববোধিনী সভা (১৮৩৯)
- কলকাতা বিশ্ববিদ্যালয় (১৮৫৭)
- মোহামেডান লিটারেরি সোসাইটি (১৮৬৩)
- বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি (১৯১১)
- ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯২১)
- এশিয়াটিক সোসাইটি (১৯৫২)
- বাংলা একাডেমি (১৯৫৫)
- শিল্পকলা একাডেমি (১৯৭৪)
- শিশু একাডেমি (১৯৭৭)
- ঢাকা মেডিকেল কলেজ (১৯৪৬)