সাধারণ জ্ঞান : বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান

বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৪ অনুযায়ী গড় স্বাক্ষরতার হার – ৫৭.৯%।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান উপাচার্য কে ছিলেন? – স্যার এ. এফ. রহমান।

বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? – কুদরত-ই-খুদা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন – আর. সি. মজুমদার।

ব্রিটিশ ভারতে সরকারি ভাষা হিসেবে ইংরেজির প্রবর্তন হয় – ১৮৩৫।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার নামে বোস চেয়ার প্রতিষ্ঠিত হয়েছিল? – সত্যেন বসু।

বিখ্যাত ভারতীয় ব্রিটিশ সাহিত্যিক নীরদ সি চৌধুরীর পৈতৃক বাসভূমি কোথায়? – বাংলাদেশের কিশোরগঞ্জে।

ফোর্ট উইলিয়াম কলেজ কখন প্রতিষ্ঠিত হয়? – ১৮০০ সালে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? – ১৯২১ সালে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে? – পি. জে. হার্টস।

আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা প্রবর্তন কে করেন? – স্যার সৈয়দ আহমদ।

কার্জন হল কবে নির্মিত হয়? – ১৯০৫ সালে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম কী? – নাথান কমিশন। (১৩ সদস্য বিশিষ্ট কমিশন ১৯১২ সালে গঠিত হয়।)

ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যাক্ট পাস হয় কবে? – ১৯২০ সালে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? – ১৯২১ সালে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি দান করেন কে? – নবাব সলিমুল্লাহ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে প্রথম ভি.সি. হওয়ার গৌরব অর্জন করেন কে? – ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন (১৯৪৮-১৯৫৩), ৬ষ্ঠ ভিসি।

বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি কে ছিলেন? – বিচারপতি আবু সাঈদ চৌধুরী (১৯৬৯-৭২)।

উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন? – স্যার এ. এফ রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান ভিসি কে ছিলেন? – স্যার এ. এফ. রহমান (১৯৩৪-১৯৩৬), ৩য় ভিসি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিজি কে ছিলেন? – স্যার পি. জে হাটর্স (১৯২০-১৯২৫), ১ ডিসেম্বর ১৯২০ নিয়োগপ্রাপ্ত হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় কত সালে? – ১৯২৩ সালে।

স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় কত সালে? – ১৮ ডিসেম্বর ১৯৯৯ সালে, (৪০তম সমাবর্তন)।

১৯৫২-এর ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন কে? – ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি ডিগ্রি প্রাপ্ত নোবেল বিজয়ী কারা? – ৩ জন। ১. সিভি রমন (ভারত), ২. আবদুস সালাম (পাকিস্তান) এবং ৩. অমর্ত্য সেন (ভারত)।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি প্রাপ্তদের মধ্যে মোট কতজন নোবেল বিজয়ী হন? – ৫ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ খ্রি. পর্যন্ত কতজনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়? – ৩০ জনকে। (ডক্টর অব লজ ২৭ জন, ডক্টর অব সায়েন্স ১৩ জন, ডক্টর অব লিটারেচার ১০ জন)

কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘ডক্টর অব লিটারেচার’ প্রদান করে?  ১৯৩৬ সালে।

কত সালে কবি কাজী নজরুল ইসলামকে ‘ডক্টর অব লিটারেচার’ প্রদান করা হয়? – ১৯৭৪ সালে।

ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সর্বপ্রথম সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পান কে? – জি. সি. আই. (ডক্টর অব লজ), ১৯২২ সালে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ (২০১৫) সালে সম্মানসূচক ডক্টরেট অব লজ ডিগ্রি পেয়েছেন কে? – WIPA এর মহাপরিচালক অধ্যাপক ফ্রান্সিস ক্যারি (১৩ জানুয়ারি ২০১৫)

রাজশাহী বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? – ১৯৫৩ সালে।

বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয় কয়টি? – ৩৭টি। (সর্বশেষ রবিন্দ্র বিশ্ববিদ্যালয়, সিরাজগঞ্জ)।

বাংলাদেশের কতটি সরকারি মেডিকেল কলেজ রয়েছে? – ৩১টি। (আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ১টি এবং আর্মি মেডিকেল কলেজ ৫টি)

বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী কমিশন (UGC) কবে প্রতিষ্ঠিত হয়? – ১৬ ডিসেম্বর ১৯৭২।

ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? – ১৮০০ সালে।

ঢাকা মেডিক্যাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? – ১৯৪৬ সালে।

বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম কোনটি? – কচুবাড়ী কৃষ্টপুর, ঠাকুরগাঁও।

বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা কোনটি? – মাগুড়া।

মোট জনসংখ্যার ভিত্তিতে কোন জেলায় অক্ষরজ্ঞানের হার সর্বোচ্চ? – ঢাকা জেলায়।

মোট জনসংখ্যার ভিত্তিতে কোন জেলায় অক্ষরজ্ঞানের হার সর্বনিম্ন? – জামালপুর জেলায়, ৩৯.৫৫%।

আইনের আওতায় কবে বাংলাদেশে প্রথম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়? – ১ জানুয়ারি, ১৯৯২ (৬৮টি থানায়)।

সারাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কত সালে? – ১ জানুয়ারি, ১৯৯৩।

দেশে অবৈতনিক নারী শিক্ষা চালু রয়েছে কোন শ্রেণি পর্যন্ত? – স্নাতক।

বাংলাদেশে কখন থেকে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু করা হয়? – ১৯৯৩ সালে।

বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কী নামে পরিচিত? – ড. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন (১৯৭২ সালে)

বর্তমানে বাংলাদেশে সাক্ষরতার হার কত? – ৬২.৩%। (অর্থনৈতিক সমীক্ষা ২০১৫) ৬৫.৫%; (ব্যানবেইস রিপোর্ট-২০০১)।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠা কাল

  • কলকাতা মাদ্রাসা (১৭৮১)
  • সংস্কৃত কলেজ (১৭৯১)
  • ফোর্ট উইলিয়াম কলেজ (১৮০০)
  • ব্রাক্ষ্ম মন্দির (১৮১৭)
  • গৌড়ীয় সমাজের প্রতিষ্ঠা (১৮২৩)
  • তত্ত্ববোধিনী সভা (১৮৩৯)
  • কলকাতা বিশ্ববিদ্যালয় (১৮৫৭)
  • মোহামেডান লিটারেরি সোসাইটি (১৮৬৩)
  • বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি (১৯১১)
  • ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯২১)
  • এশিয়াটিক সোসাইটি (১৯৫২)
  • বাংলা একাডেমি (১৯৫৫)
  • শিল্পকলা একাডেমি (১৯৭৪)
  • শিশু একাডেমি (১৯৭৭)
  • ঢাকা মেডিকেল কলেজ (১৯৪৬)
Post a Comment (0)
Previous Post Next Post