বাংলাদেশ বেতার
বাংলাদেশ বেতারের প্রথম প্রচারিত নাটকের নাম কী? – বুদ্ধদেব বসু রচিত ‘কাঠ ঠোকরা’।
‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ কোথায় স্থাপিত হয়? – চট্টগ্রামের কালুরঘাট (২৫ মে ১৯৭১)।
‘বাংলাদেশ বেতারের’ পূর্ব নাম কী ছিল? – রেডিও বাংলাদেশ।
বাংলাদেশ বেতার স্থাপন করা হয় কত সালে? – ১৬ ডিসেম্বর ১৯৩৯ সালে।
বেতার বাংলাদেশের সদর দফতর কোথায় অবস্থিত? – ঢাকার আগারগাঁও।
বাংলাদেশ বেতারের সর্বশেষ স্টেশন (পূর্ণাঙ্গ) কোনটি? – রাঙামটি।
বাংলাদেশ বেতারের বরিশাল বেতার কেন্দ্র কবে উদ্বোধন করা হয়? – ১২ জুন ১৯৯৯ সালে।
কত সালে ভারতে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে বেতার স্থাপনের অনুমতি দেয়া হয়? – ১৯২৬ সালে।
উপমহাদেশে সর্বপ্রথম কত সালে বেতার স্থাপন করা হয়? – ১৯২৭ সালে।
উপমহাদেশে সর্বপ্রথম স্থাপিত বেতার কোম্পানিটির নাম কী? – ইন্ডিয়ান ব্রোডকাস্টিং কোম্পানি (আইবিসি)।
উপমহাদেশে সর্বপ্রথম সরকারি উদ্যোগে স্থাপিত বেতারের নাম কী? – দ্য ইন্ডিয়ান স্টেট ব্রোডকাস্টিং সার্ভিস (আইএসবিএস)।
দ্য ইন্ডিয়ান স্টেট ব্রোডকাস্টিং সার্ভিস (আইএসবিএস) সর্বপ্রথম কোথায় বেতার কেন্দ্র স্থাপন করে? – বোম্বে, ১৯৩০ সালে।
কোন তারিখে আইএসবিএস এর নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও (এআইআর) রাখা হয়? – ১৯৩৬ সালের জুলাই মাসে।
অল ইন্ডিয়া রেডিও কত তারিখে ঢাকায় একটি রেডিও কেন্দ্র স্থাপন করে? – ১৬ ডিসেম্বর, ১৯৩৯ সালে।
অল ইন্ডিয়া রেডিওর ঢাকা কেন্দ্রটি কোথায় স্থাপিত হয়? – নাজিমুদ্দিন রোডের একটি ভাড়া বাড়িতে। যে বাড়িতে বর্তমানে শেখ বোরহানউদ্দিন কলেজ অবস্থিত।
নাজিমুদ্দিন রোডে স্থাপিত বেতার কেন্দ্রটির উদ্বোধন করেন কে? – শেরে বাংলা এ কে ফজলুল হক।
ঢাকা বেতার কেন্দ্র হতে সর্বপ্রথম কার বাণী প্রচারিত হয়? – কবি রবীন্দ্রনাথ ঠাকুরের।
ঢাকা বেতার কেন্দ্রের প্রথম পরিচালক কে ছিলেন? – ড. অমূল্য চন্দ্র সেন (১৯৩৯ – ৪১)।
বাংলাদেশ বেতারের প্রথম প্রচারিত নাটকের নাম কী? – বুদ্ধদেব বসু রচিত ‘কাঠ ঠোকরা’। এটি ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর তারিখে অল ইন্ডিয়া রেডিওর ঢাকা কেন্দ্রের উদ্বোধনী দিবসে প্রচারিত হয়।
কোন তারিখে ঢাকার শাহবাগে রেডিও পাকিস্তানের একটি সম্প্রচার কেন্দ্র চালু হয়? – ৮ জানুয়ারি ১৯৬০।
বাংলাদেশ বেতার নাম পরিবর্তন করে রেডিও বাংলাদেশ নামকরণ হয় কোন সালে? – ১৯৭৫ সালে।
কোন সালে দ্বিতীয় বারের মতো রেডিও বাংলাদেশ নাম পরিবর্তন করে বাংলাদেশ বেতার রাখা হয়? – ১৯৯৬ সালে।
বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্র কয়টি? – ১২টি (১২তম কেন্দ্র কুমিল্লা, ১৩ জুন ২০০৯ পূর্ণাঙ্গ প্রচারে যায়)।
বাংলাদেশের প্রথম বেসরকারি রেডিও চ্যানেলের নাম কী? – রেডিও মেট্টোওয়েভ (১৯৯৬ সালে চালু, বর্তমানে বন্ধ)।
বাংলাদেশ বেতারের চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্র তাদের কার্যক্রম শুরু করে কখন? – ১৯৫৪ সালে।
রংপুর ও সিলেট কেন্দ্র স্থাপিত হয়? – ১৯৬৭ সালে।
ঠাকুরগাঁও বেতার কেন্দ্র কখন থেকে নিজস্ব অনুষ্ঠান প্রচার শুরু করে? – ১ মার্চ ১৯৯৭ সালে।
বাংলাদেশ বেতারের ১০০০ কিলোওয়াট এম ডব্লিউ (MW) ট্রান্সমিটার কবে কোথায় চালু হয়? – ৯ ডিসম্বের ২০০৯, ধামরাই, ঢাকা।
বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্রগুলো কী কী? – চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী (ফ্রিকোয়েন্সি ৮৪৬), রাজশাহী (ফ্রিকোয়েন্সি ১০৮০), বরিশাল, রংপুর, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, কুমিল্লা এবং বান্দরবান।
বাংলাদেশের প্রথম ২৪ ঘণ্টার এফএম রেডিওর নাম কী? – রেডিও টুডে।
আরো দেখুন :