Write down the theme of the following poem (Not more than 50 words)
Life is a challenge-meet it.
Life is a gift-accept it.
Life is an adventure-dare it.
Life is a sorrow-overcome it.
Life is a tragedy- accept it.
Life is an adventure- dare it.
Life is a sorrow- overcome it.
Life is a tragedy- accept it.
Life is a duty- perform it.
Life is a game- play it.
Life is a mystery- unfold it.
Life is a song- sing it.
Life is an opportunity- take it.
Life is a promise- fulfill it.
Life is a struggle- fight it.
Life is a puzzle- solve it.
জীবন একটি পতিদ্বন্দ্বিতা- অবতীর্ণ হও।
জীবন একটি উপহার- গ্রহণ করো।
জীবন একটি দুঃসাহসিক অবিযান- এগিয়ে যাও।
জীবন একটি দুঃখ- জয় করো।
জীবন একটি বেদনাদায়ক ঘটনা- মেনে নাও।
জীবন একটি কর্তব্য- পালন করো।
জীবন একটি খেলা- খেলো।
জীবন একটি রহস্য- উন্মোচন করো।
জীবন একটি গান- গাও।
জীবন একটি সুযোগ- গ্রহণ করো।
জীবন একটি প্রতিজ্ঞা- রক্ষা করো।
জীবন একটি সংগ্রাম- লড়াই করো।
জীবন একটি ধাঁধা- সমাধান করো।
The Theme : ‘Life is not a bed of roses’ is the central theme of the above poem. The poem suggests that life is full of challenges. We may comfort good and bad experiences. In life, joy and sorrow, failure and success, hope and despair, dispute and agreement, fighting and yielding come by turn. To make life enjoyable and meaningful, we should be ready to overcome all the obstacles.
(কবিতাটির মূলভাব “জীবন পুষ্পশয্যা নহে”। কবিতাটি জানায় যে, জীবন নানা রকম চ্যালেঞ্জে পরিপূর্ণ। আমরা ভালো এবং মন্দ উভয় ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে পারি। জীবনে আনন্দ ও দুঃখ ব্যর্থতা ও সফলতা আশা ও নিরাশা, বিবাদ ও মীমাংশা, যুদ্ধ ও সৃষ্টি, ইত্যাদি পালাক্রমে আসে। জীবনকে উপভোগ ও অর্থবহ করার জন্য আমাদের উচিত সকল বাধাকে জয় করার জন্য তৈরি থাকা।)