Poem : Ozymandias - P.B. Shelly

Write down the theme of the following poem (Not more than 50 words)

Ozymandias
P.B. Shelly (1792 – 1822)

I met a traveller from and antique land
Who said : ‘Two vast and trunkless legs of stone
Stand in the desert. Near them, on the sand,
Half sunk, a shattered visage lies, whose frown,
And wrinkled lip, and sneer of cold command,
Tell that its sculptor well those passions read
Which yet survive, stamped on these lifeless things.
The hand that mocked them and the heart that fed;
And on the pedestal these words appear;
‘My name is Ozymandias, king of kings;
Look on my works, ye Mighty, and despair!’
Nothing beside remains. Round the decay
Of that colossal wreck. boundless and bare
The lone and level sands stretch far away.

প্রাচীন ভূমি থেকে আসা এক ভ্রমণকারীর সাথে আমার সাক্ষাৎ হয়
যিনি বলেছিলেন : পাথরের দুই বিশাল ও বিচ্ছিন্ন পা,
মরুভূমিতে দাঁড়িয়ে … তাদের নিকটে, বালির উপরে,
অর্ধ ডুবন্ত, এক চূর্ণবিচূর্ণ মুখমণ্ডল শুয়ে আছে, যার ভ্রুকুটি,
এবং ভাঁজপড়া ঠোঁট ও শান্ত আদেশের অবজ্ঞাসূচক চাহনি,
বলে যে, এটির ভাস্কর পড়েছিল প্রাণহীন এসব বস্তুর পরে,
যেগুলো এখনও বেঁচে, গেঁথে আছে প্রাণহীন এসব বস্তুর পরে,
যে হাত তাদের করেছিল তামাসা এবং যে হৃদয় হয়েছিল তীব্র হতাশ;
এবং স্তম্ভের ভিত্তির উপরে উঁকি মারে এ কথামালা;
আমার নাম ওজিম্যানডিয়াস, রাজাদের রাজা;
আমার কর্মের দিকে তাকাও, হে পরাক্রমশালী এবং হতাশ হও!”
কোনো কিছুই নেই টিকে, বিশাল ধ্বংসের চারিপাশে,
সীমাহীন ও নগ্ন, সবকিছু
নিঃসঙ্গ ও সমতল মরু টেনেহিচড়ে নিয়ে গেছে অনেক দূরে।

The Theme : The central theme of the poem is ‘the meaninglessness of power and pride’. The poet relates human life to the decay and destruction of the broken statue. The poem suggests that the work of art bears records of what has passed away. The statue in the poem is the symbol of pride and absolute power. The broken statue implies that nothing lasts forever. Rather, everything is bound to decay in the passage of time.

(কবিতাটির মূলভাব হচ্ছে ‘ক্ষমতা ও অহংকারের অর্থহীনতা’ কবি ভাঙা মূর্তির ক্ষয় ও ধ্বংসের সাথে মানব জীবনের তুলনা করেছেন কবি বলেন যে শিল্পকর্মের অনেক কৃতিত্ব রয়েছে যা শেষ হয়ে গেছে কবিতার মূর্তিটি অহংকার ও নিরংকুশ ক্ষমতার প্রতীক। ভাঙা মূর্তিটি ইঙ্গিত দেয় যে কোনকিছুই অবিনশ্বর নয়। বরং, সবকিছুই সময়ের আবর্তে ধ্বংস হয়ে যায়।)


Post a Comment (0)
Previous Post Next Post