Poem : Virtue - George Herbert

Write down the theme of the following poem (Not more than 50 words)

Virtue
George Herbert (1593 – 1633)

Sweet day, so cool, so calm, so bright!
The bridal of the earth and sky –
The dew shall weep thy fall to-night;
For thou must die.

Sweet rose, whose hue angry and brave
Bids the rash gazer wipe his eye.
Thy root is ever in its grave.
And thou must die.

Sweet spring, full of sweet days and roses,
A box where sweets compacted lie,
My music shows ye have your closes.
And all must die.

Only a sweet and virtuous soul.
Like season timber, never gives;
But though the whole world turn to coal,
Then chiefly lives.

সুন্দর দিন, এত স্নিগ্ধ, এত শান্ত, এতো আলোময়!
যেন স্বর্গ আর মর্ত্যের (আকাশ আর পৃথিবীর) মিলন –
তোমার পতনে আজ রাতে কাঁদবে শিশির;
তোমার যে হবেই মরণ।

সুন্দর গোলাপ, যার চড়া আর ঝলমলে বরণ
বেপরোয়া দ্রষ্টাকেও চোখ মুছতে করে আমন্ত্রণ,
তোমার শিকড়েইতো রয়েছে তোমার কবর,
এবং তোমার হবেই মরণ।

সুন্দর বসন্ত, সুন্দর দিন আর গোলাপে পূর্ণ,
এমন বাক্স যেখানে সব সুন্দর রয়েছে সন্নিবিষ্ট,
তোমারও আছে সমাপ্তি আমার গান তা বলে,
এবং সবারই মরণ হবে।

কেবল এক সুন্দর আর নিষ্প্রাণ প্রাণ,
পোক্ত কাঠের মতো করে না সমর্পণ;
কিন্তু যদিও সমস্ত পৃথিবী কয়লায় যায় বদলে,
তখনও মূলত টিকে থাকে।

The Theme : All things in the world perish and decay, but there is no dearth of virtue and virtuous souls which are like seasoned timber. All things will be smashed, but virtue will chiefly live, it will never die.

(পৃথিবীর সব কিছুর ধ্বংস ও ক্ষয় আছে, তবে পাকা কাঠের মত পূণ্য কাজ ও পুণ্য আত্মার কোনো ধ্বংস নেই। সব কিছু চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে। তবে পূর্ণ্য কাজ মূলত টিকে থাকবে। এটি কখনও নিঃশেষ হবে না।)


Post a Comment (0)
Previous Post Next Post