আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

Poem : The Sick Rose - William Blake

Write down the theme of the following poem (Not more than 50 words)

The Sick Rose
William Blake (1757 – 1827)

O Rose thou art sick.
The invisible worm,
The flies in the night
In the howling storm;
Has found out thy bed
Of crimson joy;
And his dark secret love
Does thy life destroy.

ও গোলাপ, তোমার রূপ শীর্ণ।
অদৃশ্য কীট
যেটি বিচরণ করে রাতে,
গর্জনশীল ঝঞ্জায়;
খুঁজে পেয়েছ তোমার শয্যা
রক্তাক্ত আনন্দের;
আর তার তমসাচ্চন্ন গুপ্ত ভালোবাসা
তোমার জীবনকে করেছে ধ্বংস।

The Theme : In the poem the rose and worm have been considered by critics as “figures of humanity”, although many critics doubt the direct equivalence of Man as a worm. When Blake makes this comparison in other places, he is explicit about it. Nevertheless, the “lesson of the worm” may be applicable to human experience.

(এই কবিতায় গোলাপ এবং কীটকে সমালোচকরা “মানবতার প্রতিরূপ” হিসেবে বিবেচনা করেছেন। যদিও মানুষকে সরাসরি কীটের সমতুল্য করার ব্যাপারে অনেক সমালোচকই সন্দেহ পোষন করেছেন। ব্লেইক যখন অন্য এক জায়গায় এই তুলনা করেছেন তখন তিনি এ সম্পর্কে অস্পষ্ট। তা সত্ত্বেও কীটের শিক্ষাটা মানুষের অভিজ্ঞতার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে।)


Post a Comment (0)
Previous Post Next Post