মার্চের দিনগুলি

Basic Microsoft Access 2016 Bangla Tutorial for Beginners

যারা ডেটা নিয়ে কাজ করেন। তাদের জন্য মাইক্রোসফ্ট এক্সিস খুবই গুরুত্বপূর্ণ।

এই শিটটি তাদের জন্য যারা প্রথম এক্সিস শিখছেন। তাদের জন্য খুব সহজ করে তৈরি করা হয়ছে এই শিটটি। আশাকরি এটার মাধ্যমে তারা এক্সিসের শুরুটা সুন্দর করে করতে পারবেন। আর যারা কারিগরি শিক্ষাবোর্ডের অধিনে তিন মাস বা ছয় মাস মেয়াদি কোর্স করতে চাচ্ছেন কার করছেন তাদের জন্যও এই শিটটি খুব উপকারে আসবে।

তাই নতুনদের বলবো আপনারা এই শিটটি কালেকশনে রাখুন। কাজেও লাগতে পারে।

এই শিটে কোন কোন বিষয়ের উপর আলোচনা করা হয়েছে তার একটা তালিকা দেওয়া হলো-

MS Access Bangla Sheet

Create Table file, Modify Table, Create common Data, Open Table file & Entry Data, Delete recorded Data, Entry Data with validation, Create Forms, Modify Forms, Create a Query file, Modify Query, Create Report, Modify Report.

1 Comments

Post a Comment
Previous Post Next Post