এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন - র, ল, শ, ষ, স, হ


রাত্রিশেষের ম্লান জ্যোৎস্না – কালজ্যোৎস্না
রাত্রির শেষ ভাগ – পররাত্র
রঘু বংশে জন্ম যার – রাঘর
রস আস্বাদন করা হয় যার দ্বারা – রসনা
রস বোধ আছে যার – রসিক
রসের কথা – রসিকতা
রঙ্গ পরিহাসে নিপুণা নারী – রঙ্গিলা
রঙ্গমঞ্চে দর্শনীয় চিত্রপট – দৃশ্যপট
রাজনৈতিক চুক্তি – সন্ধি
রাজপথে যে ডাকাতি করে – রাহাজানি
রাত্রির শেষভাগ – কালনিশা
রাত্রি ও দিবসের সন্ধিক্ষণ – প্রত্যুষ
রাত্রের শিশির – শবনম
রাজীবের (পদ্মের) মতো লোচন যার – রাজীবলোচন
রেশন ও পশমের দ্বারা প্রস্তুত – মখমল
রীতিকে অতিক্রম না করে – যথারীতি
রূপের যোগ্য – অনুরূপ
রূপে যাকে ধরা যায় না – অরূপ
রোগ ভীতিকে জয় করে যা – ভেষজ
রোধের বিপরীত – প্রতিরোধ
রোহিত মৎস্য – রুই
রব শুনে যারা এসেছে – রবাহূত
রস আছে যাতে – রসাল
রস আছে যার – রসিক


লক্ষ্য করার যোগ্য – লক্ষণীয়
লাফিয়ে চলে যা – প্লবগ
লিখিত খসড়া – পাণ্ডুলিপি
লাঠি খেলায় পটু – লাঠিয়াল


শবদাহাদির চরম সংস্কার – অন্ত্যেষ্টি
শত অব্দের সমাহার – শতাব্দী
শতবর্ষ পূর্তির জন্য অনুষ্ঠান – শতবার্ষিকী
শত ভাগে বিভক্ত – শতধা
শরণ করার যোগ্য যিনি – শরেণ্য
শরৎকাল সম্পর্কিত – শারদ
শঙ্কার সাথে বর্তমান – সশঙ্ক
শাসন করা যায় যাকে – শিষ্য
শিবের উপাসক – শৈব
শিবের বাদ্যযন্ত্র – ডমরু
শিক্ষা করছে যে – শিক্ষানবিশ
শুনলেই যার মনে থাকে – শ্রুতিধর
শুনতে ইচ্ছুক – শুশ্রুষু
শুভ কামনা করে যে – শুভাকাঙ্ক্ষী
শুভক্ষণে জন্ম যার – ক্ষণজন্মা
শ্রদ্ধার সঙ্গে দেয় – শ্রাদ্ধ
শুষ্ক পত্রের ধ্বনি – মর্মর
শৃঙ্খলা মানে না যে – মর্মর
শ্বেত বর্ণ গাভী – ধবলা
শৈশব হতে – আশৈশব
শোভন হৃদয় যার – সুহৃদ
শক্তি বা শক্তিকে অতিক্রম না করে – যথাশক্তি
শত্রুকে পীড়া দেয় যে – অরিন্দ্র
শত্রুকে হনন করে যে – শত্রুঘ্ন
শত্রচকে বধ করে যে – শত্রচঘ্ন


ষাট বছর পূর্তির অনুষ্ঠান – হীরকজয়ন্তী
ষোল বছর বয়স যে মেয়ের – ষোড়শী


সকল পদার্থ ভক্ষণ করে যে – সর্বভুক
সমান উদর যাদের – সহোদর বা সোদর
সমান গোত্র যার – সগোত্র
সবার অজ্ঞাতে লুকানো ধন – গুপ্তধন
সব সময় হরিৎ যে কান্তার – চিরহরিৎ
সব কিছু সহ্য করে যে – সর্বংসহ
সব কিছু জানে যে – সবজান্তা, সর্বজ্ঞ
সকলের চেয়ে ভালো – সর্বোত্তম
সব কিছু খায় যে – সর্বভুক
সঙ্গে চরে যে – সহচর
সংস্কার বিহীন ব্যক্তি – ব্রাত্য
সংসদের সদস্য – সাংসদ
সৎকুলে জাত – কুলীন
সরোবরে জন্ম যার – সরোজ
সরকারি সাহায্য – অনুদান
সম্পূর্ণ বিপরীত – বিপ্রতীপ
সম্পূর্ণ নতুন – অভিনব
সন্ধি করতে ইচ্ছুক – সন্ধিৎসু
সম্মুখের কুঞ্চিত কেশ – অলক
সম্রাট বা রাজাদের বিবরণ – শাহনামা
সর্বজনের কল্যাণে – সর্বজনীন
সার নেই যার মধ্যে – অন্তঃসারশূন্য
সাপ খেলানো বৃত্তি যার – সাপুড়ে
স্বর্ণকারের মজুরি – বানি
সুন্দর আকৃতি এমন – সুদর্শন
স্বামীর সঙ্গে মৃত্যুবরণ – সহমরণ
স্ত্রীর সঙ্গে বর্তমান – সস্ত্রীক
সুহৃদয়ের ভাব – সৌহার্দ্য
সুন্দর প্রভা যার – সুপ্রভা
সুন্দর মুখ যে নারীর – সুমুখী
সুন্দর গন্ধযুক্ত – সুগন্ধ
সুখের অভাব – অসুখ
সভায় সদস্য – সভ্য
সর্বভূমির অধীস্বর – সার্বভৌম
সরোবরে জন্মায় যা – সরোজ
সাধ্যকে না ছাড়িয়ে – যথাসাধ্য
সূর্যের পুত্র – সৌরি
সকলের মধ্যে গুরু – গরিষ্ঠ
সোমের পুত্র – সৌম্য
স্পৃহা দূর হয়েছে যার – বিগতস্পৃহ, বীতস্পৃহ
স্পৃহা নেই যার – নিস্পৃহ
স্থান থেকে স্থানান্তরে যায় যে – যাযাবর
সাত বা তিন তারের সমাহার – সেতার
সাধ্যকে না ছাড়িয়ে – যথাসাধ্য
সময়ের পক্ষে সমীচীন – যুগোপযোগী
সুরের ধ্বনি – তান
সমান বয়স যাদের – সমসাময়িক
সমুদ্র হতে হিমালয় পর্যন্ত – আসমুদ্রহিমাচল
সহজে যা পরিপাক হয় না – দুষ্পাচ্য
সিংহের ধ্বনি – নাদ
স্বয়ং যে হয়েছে – স্বয়ম্ভূ
সূর্যের উপাসক – সৌর
সর্বজন সম্বন্ধীয় – সার্বজনীয়
সর্তকতাজনিত অগভীর নিন্দ্রা – কাকনিন্দ্রা


হস্তী, অশ্ব, রথ ও পদাতিকের সমাহার – চতুরঙ্গ
হরিণের চামড়া – অজিন
হরেকরকম কণ্ঠস্বর সহ বলে যে – হরবোলা
হর্ষের সঙ্গে বর্তমান – সহর্ষ
হস্তী আরোগী সৈন্যদল – গজানীক
হয়তো হতে পারে – সম্ভাব্য
হাতের চতুর্থ আঙুলি – অনামিকা
হাস্যরসাত্মক নাটক – প্রহসন
হিত সাধন করে যে – হিতকর
সিংসার ভাব – হিংস্রতা
হিসাব জ্ঞান নেই যার – বেহিবেবী
হৃদয়ের পক্ষে প্রীতিকর – হৃদ্য
হাতির বাসস্থান – পিলখানা
হাতির ডাক – বৃংহিত
হাতি ধরা ফাঁদ – খেদা
হাটের মতো হণ্ডগোল – হট্টগোল
হাটে ক্রয়-বিক্রয় করে যে – হাটুরে

বর্ণ অনুসারে পরবর্তী গুলো পাওয়ার জন্য নিচে ক্লিক করুন -
 -  -  -  -  -  -  -  -  -  - 
 -  -  -  -  -  -  -  -  -  - 
 -  -  -  -  -  -  -  -  -  - 
 - র - ল - শ - ষ - স - হ
Post a Comment (0)
Previous Post Next Post