ব
বকের মতো কপট ধার্মিক – বকধার্মিক
বছরে দু বার সফল ফলে যে জমিতে – দোফসলী
বাইরে আদবকায়দায় দক্ষ অথচ ফাঁকিবাজ – লেফাফাদুরস্ত
বালকত্ব কাটেনি যার – নাবালক
বর্তমান দিনের চালচলন – হালচাল
বয়স্ক লোকের ভাব – জ্যাঠামি
ব্যবসার দ্রব্যাদি – বেসাতি
বয়সের তুল্য – বয়স্য
বয়সে সবার ছোট – কনিষ্ঠ
বস্ত্র কিংবা পত্রের শব্দ – মর্মর
বর্ষের শেষে আয়-ব্যয়ের প্রতিবেদন – সালতামামি
বক্রভাবে গমন করে যে – ভুজগ, ভুজঙ্গ
বর্ণনা করা যায় না যা – অবর্ণনীয়
বন্যা যা ভাসিয়ে আনে – বানভাসি
বর্তমান ও অতীতের হিসাব – হস্তবুদ
বদ মেজাজ যার – বদমেজাজী
বহুর মধ্যে একটি – অন্যতম
বহু প্রচলিত উক্তি – প্রবচন
বহু ছিদ্র যুক্ত – ঝাঁঝরা
বনে প্রতিপালিত – বুনো
বনের অগ্নি – দাবানল
বপন করা হয়েছে – উপ্ত
বরফের মতো সাদা – তুষারধবল
বরণের যোগ্য যিনি – বরেণ্য
বসে আছে যে – আসীন
বলা হয়েছে যা – উক্ত
বাস্তু হতে উৎখাত হয়েছে যে – উদ্বাস্তু
বালুকাময় ভূমি – বেলাভূমি
বাসস্থান না জেনে থাকা – অজ্ঞাতবাস
বালক, বৃদ্ধ ও বণিতা সবাই – আবালবৃদ্ধবনিতা
বার মাসের কাহিনি – বারমাস্যা
বাতাসে উড়ে যায় এমন – উদ্বায়ী
বাড়ছে যা – বাড়ন্ত
বাড়ির সম্মুখভাগ – সদর
বাক্যের দ্বারা কৃত কলহ – বচসা
বাঘের চামড়া – কৃত্তি
বাঘের ডাক – হুংকার
বর্ণমালার ক্রম রক্ষা করে – বর্ণানুক্রমিক
বাণিজ্যের স্থান – বন্দর
ব্যাকরণ জানেন যিনি – বৈয়াকরণ
বিপরীত ভাব – বৈপরীত্য
ব্যাঙের ডাকের শব্দ – মকমকি
বিদ্যা আছে যার – বিদ্বান
বাগদত্তা হয়ে যে নারীর বিয়ে অন্য পুরুষের সঙ্গে হয় – অন্যপূর্বা
বিভিন্ন দিক জয় করেছেন যিনি – দিগ্বিজয়ী
বিড়ালের মতো অক্ষি যার – বিড়ালাক্ষী
বিশেষভাবে মুগ্ধ – বিমুগ্ধ
বিশেষ খ্যাতি আছে যার – বিখ্যাত
বিশেষভাবে দর্শন – বীক্ষণ
বিড়ালের ডাক – মিউ মিউ
বিবাদ করছে এমন – বিবদমান
বেনারসে তৈরি – বেনারসী
বিদেশে থাকে যে – প্রবাসী
বিধিকে অতিক্রম না করে – যথাবিধি
বিনয় যার স্বভাব - বিনীত
বিনয়ের সঙ্গে বর্তমান – সবিনয়
বিশ্বকে জয় করেছে যে – বিশ্বজিৎ
বিশ্বাস করার যোগ্য – বিশ্বাস্য
বিপরীত কল্পনা – বিকল্প
বিনাশ নেই যার – বীণাপাণি
বীণার শব্দ – ঝঙ্কার, কিক্কণ
বৃহৎ অরণ্য – অরণ্যানী
বুদ্ধের উপাসক – বৌদ্ধ
বুদ্ধি হত হয়েছে যার – হতবুদ্ধি
বীর সন্তান প্রসব করে যে – বীরপ্রসূ
বুকে হেঁটে চলে যে – উরগ
বৃক্ষাদির নতুন কচি শাখা বা পাতা – কিশলয়
বৃষ্টির জল – শীকর
বেশি কথা বলে যে – বাচাল
বেলাকে / বেলাভূমিকে অতিক্রান্ত – উদ্বেল
বেদের বচন – বেদবাক্য
বেতন নেয়া হয় না যাতে – অবৈতনিক
বেদ সম্বন্ধীয় – বৈদিক
বনে বাস করে যে – বনবাসী
বরণ করার যোগ্য – বরণীয়
বহুর মধ্যে প্রধান – শ্রেষ্ঠ
বয়সের তুল্য – সমবয়সী
বহু গৃহ হতে ভিক্ষা সংগ্রাহক – মাধুকর
বিচার করে কাজ করে না যে – অবিমৃষ্যকারী
বিশ্ববাসীর জন্য হিত / বিশ্বজনের নিমিত্ত হিত / বিশ্বজনের হিতকর – বিশ্বজনীন
বরণীয় ব্যক্তির সম্মানে উৎসব – জয়ন্তী
বসন আলগা যার – অসংবৃত
বসন আলগা যার – অসংবৃত
বাতাসের অনুকূলে – অনুবাত
বিনা যত্নে উৎপন্ন – অযত্নসম্ভূত