এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন - প, ফ


পথিকদের আহারাদি করার গৃহ – পান্থশালা
পথ দিয়ে পায়ে হেঁটে চলে যে – পথিক
পথ চলার খরচ – পাথেয়
পট আঁকেন যিনি – পটুয়া
পঙ্‌ক্তিতে বসার অযোগ্য – অপাঙ্‌ক্তেয়
পাঁজরের হাড় কম যার – ঊনপাঁজুরে
পরে জন্মেছে যে – অনুজ
পরিমিত ব্যয় করে যে – মিতব্যয়ী
পরিমিত কথা বলে যে – মিতভাষী
পরিমাণ মতো খায় যে – মিতাহারী
পরাজিত করা যায় না এমন – অপরাজেয়
পরস্পরের মধ্যে প্রীতি – সম্প্রীতি
পঞ্চবর্ষের সমাহার – পঞ্চবার্ষিকী
পঞ্চবটের সমাহার – পঞ্চবটী
পঞ্চ নদী যেখানে পঞ্চনদ, পাঞ্জাব
পঞ্চ আনন যার – পঞ্চানন
পঁচিশ বছর পূর্তির জন্য যে উৎসব – রজতজয়ন্তী
পড়ার উপযুক্ত – পাঠ্য
পয় আছে যার – পয়মন্ত
পশুকে হত্যা করে যে – কসাই
পশ্চাতে গমন করে যে – অনুগামী
পত্নী বিগত যার – বিপত্নীক
পঞ্চাশ বছর পূর্তির জন্য যে অনুষ্ঠান – সুবর্ণজয়ন্তী
পদ্মের মতো সুন্দর চোখ যার – কমলাক্ষ
প্রতিনিধি স্থানীয় ব্যক্তি – মুখপাত্র
প্রত্যেক মুহূর্ত – প্রতিক্ষণ
প্রত্যহ যা করতে হয় – প্রাত্যহিক
প্রকৃত অবস্থায় থাকে যা – প্রকৃতিস্থ
প্রকৃষ্ট ঘটনার বিবরণ – প্রতিবেদন
প্রকাশিত কিছুর জন্য অপেক্ষা – প্রতীক্ষা
প্রভাতের প্রথম তারা – শুকতারা
প্রবেশার্থে দেয়া অর্থ বা টিকিট – প্রবেশিকা
প্রবেশ ইচ্ছুক – বিবিক্ষু
প্রথম থেকে শেষ পর্যন্ত – আদ্যন্ত
প্রতিরোধ করা যায় না – অপ্রতিরোধ্য
প্রতিবিধান করার ইচ্ছা – প্রতিবিধিৎসা
প্রতিবিধান করতে ইচ্ছুক – প্রতিবিধিৎসু
পাঁচরকম জিনিস আছে যাতে – পাঁচমিশালী
প্রাক্কালে ছিল যা – প্রাক্তন
পানের যোগ্য – পেয়
পান করার ইচ্ছা – পিপাসা
পা থেকে মাথা পর্যন্ত – আপাদমস্তক
পাখির গান – কুজন
পাখির ডাক – কাকলি
পাখির ডানা – পক্ষ, পাখা
পাঠ সমাপনান্তে ছাত্রছাত্রীদের মিলন – সমাবর্তন
পাহাড়ের নিম্নমুখী পথ – উৎরাই
পাহাড়ের উপরকার সমতলভূমি – গিরিতট
পালকি বহন করে যারা – বেহারা
পাণ্ডুর পুত্র – পাণ্ডব
প্রাপ্তি স্বীকার পত্র – রসিদ
প্রায় নেই বললেই চলে – বিরল
প্রায় রাজি – নিমরাজি
পিতার পিতামহ – প্রপিতামহ
প্রিয় কথা বলে যে নারী – প্রিয়ংবদা
পূজার উপকরণ – অর্ঘ্য
পূজা পাওয়ার যোগ্য – পূজার্হ
পূর্ণিমার চাঁদ – রাকা, পূর্ণচন্দ্র, পূর্ণেন্দু
পুরাণ সম্বন্ধীয় বিষয় – পৌরাণিক
পূর্ব হতে – আনুপূর্বেক
পূর্বে ছিল এখন নেই – ভূতপূর্ব
পূর্বে যা ঘটেনি – অভূতপূর্ব
পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে যা – দেদীপ্যমান
পূর্বে যা দেখা যায়নি – অদৃষ্টপূর্ব
পূর্বে সুপ্ত পরে উত্থিত – সুপ্তোত্থিত
পুনঃ পুনঃ রোদন করে যে – রোরুদ্যমান
পোষণের যোগ্য – পোষ্য
পেতে ইচ্ছে করছে যে বস্তু – ঈপ্সিত
পেতে ইচ্ছে হয় যা – কাম্য
পেতে ইচ্ছুক – ঈপ্সু
পেতে ইচ্ছা – ঈপ্সা
পৃথিবী ও পার্থিব সবকিছুর জ্ঞান – ভূয়োদর্শন
পা ধুইবার জল – পাদ্য
পিতার ভ্রাতা – পিতৃব্য
প্রতিকার করার ইচ্ছা – প্রতিচিকীর্ষা
প্রতিকার করতে ইচ্ছুক – প্রতিচিকীর্ষু
পর্বতের কন্যা – পার্বতী
পাতা দিয়ে ছাওয়া ঘর – পর্ণশালা
পিষ্ট দ্রব্যের গন্ধ – পরিমল
প্রদীপ শীর্ষের কালি – অঞ্জন


ফিঁকা কমলা রঙ – বাসন্তী
ফল পাকলে যে গাছ মরে যায় – ওষধি
ফাল্গুন মাসের পূর্ণিমা – ফাল্গুনী
ফিটফাট গোছের তরুণ যুবক – ফটিকচাঁদ
ফৌজদারী উচ্চ আদালত – দায়রা
ফেলে দেয়ার যোগ্য – ফেলনা
ফেনা সহ বর্তমান – সফেন
ফুলের মধু – মকরন্দ
ফুলের গন্ধে সুবাসিত – ফুলেল
ফুল দিয়ে সাজিয়ে রাখা হয় যে পাত্র – ফুলদানি
ফুল তোলা মসলিন শাড়ি – জামদানি
ফুরোয় না যা – অফুরন্ত
ফুটছে এমন – ফুটন্ত

বর্ণ অনুসারে পরবর্তী গুলো পাওয়ার জন্য নিচে ক্লিক করুন -
 -  -  -  -  -  -  -  -  -  - 
 -  -  -  -  -  -  -  -  -  - 
 -  -  -  -  -  - প - ফ -  -  - 
 -  -  -  -  -  - 
Post a Comment (0)
Previous Post Next Post