↬ বিজয় টাইপিং টিউটর / বিজয় টাইপিং মাস্টার / বিজয় দিয়ে বাংলা টাইপিং শিখি
আঙ্গুলের নাম পরিচিতি এবং বিজয় ICON পরিবর্তনের নিয়ম
আসুন প্রথমে আঙ্গুলের নাম শিখি-
কিবোর্ড পরিবর্তন করার নিয়ম:
প্রথমে কিডোর্ড থেকে Ctrl+Alt+V একত্রে চাপ দিন। এর ফলে নিচের চিত্রের মত বিজয় Icon পরিবর্ত হবে।
প্রথম অবস্থায় বিজয় ICON নিচের চিত্রের ন্যায় থাকবে। অথাৎ এই চিহ্ন থাকা অবস্থায় ইংরেজি লিখা যাবে।
চিত্র-১
চিত্র-২
আঙ্গুলের নাম পরিচিতি এবং বিজয় ICON পরিবর্তনের নিয়ম
বিজয় বাংলা কিবোর্ড ব্যবহার করে দ্রুত না দেখে টাইপ করার জন্য এই টিউটোরিয়ালটি আপনাদের সাহায্য করবে আশা করছি। তবে এর জন্য অবশ্যই একটি কিবোর্ড থাকতে হবে (কিবোর্ডে বাংলা বর্ণমালা না থাকলেও চলবে) আর আপনার কম্পিউটারে “বিজয়” বাংলা সফ্টওয়ার ইনস্টল থাকতে হবে।
যদি সফ্টওয়ারটি আপনার কাছে না থাকে তো বিজয় বায়ান্ন ২০১১
করে নিন এবং Unzip করে ইনস্ট্রল করে নিন।
এই Lesson-এ আমরা আমরা আঙ্গুলের নাম শিখবো আর ইংলিশ কিবোর্ড থেকে ইউনি-বিজয়তে অথবা ইউনি-বিজয় থেকে ইংলিশ কিবোর্ডে রূপান্তর করার নিয়ম দেখবো।
আসুন প্রথমে আঙ্গুলের নাম শিখি-
কিবোর্ড পরিবর্তন করার নিয়ম:
প্রথমে কিডোর্ড থেকে Ctrl+Alt+V একত্রে চাপ দিন। এর ফলে নিচের চিত্রের মত বিজয় Icon পরিবর্ত হবে।
প্রথম অবস্থায় বিজয় ICON নিচের চিত্রের ন্যায় থাকবে। অথাৎ এই চিহ্ন থাকা অবস্থায় ইংরেজি লিখা যাবে।
চিত্র-১
Ctrl+Alt+V দেয়ার পর বিজয় ICON নিচের চিত্রের ন্যায় থাকবে। অথাৎ এই চিহ্ন থাকা অবস্থায় বাংলায় লিখা যাবে।
চিত্র-২
আবার Ctrl+Alt+V দিলে চিত্র-১ এর মত হবে। তখন আবার ইংরেজিতে লিখা যাবে।
এইভাবে আমরা কখনো বাংলায় এবং কখনো ইংরেজিতে লিখতে পারবো।