প্রথমে হাত Home Key-তে হাত বসান এবং Ctrl+Alt+V দিয়ে ইউনি-বিজয় চালু করে নিতে হবে। ইউনি-বিজয় চালু থাকা অবস্থায়-
Step : 1
ডান হাতের তর্জনি আঙ্গুলের নিচে "J" বাটনে আছে “ক”
বাম হাতের তর্জনি আঙ্গুলের নিচে "F" বাটনে আছে “ া/আ-কার”
Space দেয়ার জন্য ডান বা বাম হাতের বৃদ্ধা আঙ্গুল ব্যবহার করুন।
প্রতিটি Step-এ রাখার চেষ্টা করুন কোন আঙ্গুলের নিচে কি আছে।
নিচের লিখাটি লিখুন- (চোখ মনিটরে রাখার চেষ্টা করুন কিবোর্ডের দিকে কম তাকান)
কা কা কা কা কা কা কা কা কা কা কা কা কা কা কা কা কা কা কা কা
Step : 2
ডান হাতের মধ্যমা আঙ্গুলের নিচে "K" বাটনে আছে “ত”
বাম হাতের মধ্যমা আঙ্গুলের নিচে "D" বাটনে আছে “ ি/ই-কার”
ইউনি-বিজয়ে প্রথমে ই-কার দিলে তা দেখা যাবে না, পরবর্তী বর্ণ চাপ দেয়ার সাথে সাথে তা দেখা যাবে।
তি তি তি তি তি তি তি তি তি তি তি তি তি তি তি তি তি তি তি তি
Step : 3
ডান হাতের অনামিকা আঙ্গুলের নিচে "L" বাটনে আছে “দ”
বাম হাতের অনামিকা আঙ্গুলের নিচে "S" বাটনে আছে “ ু /উ-কার”
দু দু দু দু দু দু দু দু দু দু দু দু দু দু দু দু দু দু দু দু
Step : 4
ডান হাতের কনিষ্ঠা আঙ্গুলের নিচে ";/Semi-Colon" বাটনে আছে “; /সেমি-কোলন”
বাম হাতের কনিষ্ঠা আঙ্গুলের নিচে "A" বাটনে আছে “ ৃ /ঋ-কার”
; ৃ ; ৃ ; ৃ ; ৃ ; ৃ ; ৃ ; ৃ ; ৃ ; ৃ ; ৃ ; ৃ ; ৃ ; ৃ ; ৃ ; ৃ ; ৃ ; ৃ ; ৃ ; ৃ ; ৃ
Step : 5
ডান হাতের তর্জনি আঙ্গুল বাম দিকে একটু টেনে "H" বাটনে আছে “ব”
"H" বাটনে “ ব” প্রেস করে তর্জনি আঙ্গুল আবার Home Key "J"-এ নিয়ে আসুন।
বাম হাতের তর্জনি আঙ্গুল ডান দিকে একটু টেনে ”G” বাটনে আছে “ ্ /হসন্ত”
"H" বাটনে “ ্ /হসন্ত” প্রেস করে তর্জনি আঙ্গুল আবার Home Key "F"-এ নিয়ে আসুন।
প্রতিবার আঙ্গুল আবার Home Key তে নিয়ে আসতে হবে।
বিভিন্ন বাটন প্রেস করার জন্য আঙ্গুল যেখানেই যাক। সেসকল বাটন প্রেস করার পর আঙ্গুল আবার Home Key-তে নিয়ে আসতে হবে।
ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্
Step : 1 to 5
যতটুকু শিখেছেন সবটুকু এক সাথে চর্চা করার জন্য নিচের লাইনটি বার বার লিখুন-
কাকা বাবা কবি কবিতা কুতুব বাকি বাত্ কব্ কৃত;
Step : 1
ডান হাতের তর্জনি আঙ্গুলের নিচে "J" বাটনে আছে “ক”
বাম হাতের তর্জনি আঙ্গুলের নিচে "F" বাটনে আছে “ া/আ-কার”
Space দেয়ার জন্য ডান বা বাম হাতের বৃদ্ধা আঙ্গুল ব্যবহার করুন।
প্রতিটি Step-এ রাখার চেষ্টা করুন কোন আঙ্গুলের নিচে কি আছে।
নিচের লিখাটি লিখুন- (চোখ মনিটরে রাখার চেষ্টা করুন কিবোর্ডের দিকে কম তাকান)
কা কা কা কা কা কা কা কা কা কা কা কা কা কা কা কা কা কা কা কা
Step : 2
ডান হাতের মধ্যমা আঙ্গুলের নিচে "K" বাটনে আছে “ত”
বাম হাতের মধ্যমা আঙ্গুলের নিচে "D" বাটনে আছে “ ি/ই-কার”
ইউনি-বিজয়ে প্রথমে ই-কার দিলে তা দেখা যাবে না, পরবর্তী বর্ণ চাপ দেয়ার সাথে সাথে তা দেখা যাবে।
তি তি তি তি তি তি তি তি তি তি তি তি তি তি তি তি তি তি তি তি
Step : 3
ডান হাতের অনামিকা আঙ্গুলের নিচে "L" বাটনে আছে “দ”
বাম হাতের অনামিকা আঙ্গুলের নিচে "S" বাটনে আছে “ ু /উ-কার”
দু দু দু দু দু দু দু দু দু দু দু দু দু দু দু দু দু দু দু দু
Step : 4
ডান হাতের কনিষ্ঠা আঙ্গুলের নিচে ";/Semi-Colon" বাটনে আছে “; /সেমি-কোলন”
বাম হাতের কনিষ্ঠা আঙ্গুলের নিচে "A" বাটনে আছে “ ৃ /ঋ-কার”
; ৃ ; ৃ ; ৃ ; ৃ ; ৃ ; ৃ ; ৃ ; ৃ ; ৃ ; ৃ ; ৃ ; ৃ ; ৃ ; ৃ ; ৃ ; ৃ ; ৃ ; ৃ ; ৃ ; ৃ
Step : 5
ডান হাতের তর্জনি আঙ্গুল বাম দিকে একটু টেনে "H" বাটনে আছে “ব”
"H" বাটনে “ ব” প্রেস করে তর্জনি আঙ্গুল আবার Home Key "J"-এ নিয়ে আসুন।
বাম হাতের তর্জনি আঙ্গুল ডান দিকে একটু টেনে ”G” বাটনে আছে “ ্ /হসন্ত”
"H" বাটনে “ ্ /হসন্ত” প্রেস করে তর্জনি আঙ্গুল আবার Home Key "F"-এ নিয়ে আসুন।
প্রতিবার আঙ্গুল আবার Home Key তে নিয়ে আসতে হবে।
বিভিন্ন বাটন প্রেস করার জন্য আঙ্গুল যেখানেই যাক। সেসকল বাটন প্রেস করার পর আঙ্গুল আবার Home Key-তে নিয়ে আসতে হবে।
ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্ ব্
Step : 1 to 5
যতটুকু শিখেছেন সবটুকু এক সাথে চর্চা করার জন্য নিচের লাইনটি বার বার লিখুন-
কাকা বাবা কবি কবিতা কুতুব বাকি বাত্ কব্ কৃত;
সুন্দর
ReplyDeletethank you
ReplyDeleteঅনেক অনেক ধন্যবাদ
ReplyDeleteবাংলা টাইপিং এর ব্যাপারে অনেক উপকৃত হয়েছি