Lesson # 4 - Online Bijoy Bangla Typing Tutorial / অনলাইন বিজয় বাংলা টাইপিং টিউটোরিয়াল

এই পর্ব থেকে আমরা Shift বাটনের ব্যবহার শিখবো। বিজয় বাংলা কিবোর্ডে শিফ্ট বাটন এর ব্যবহার খুব বেশি। তাই এটি সঠিক ভাবে প্রেস করতে না জানলে আপনার টাইপের গতি কমে যেতে পারে। কিবোর্ডের ডান ও বাম দিকে দুইটি শিফ্ট বাটন আছে।


আমরা জানি আমাদের দুই হাত ব্যবহার করেই টাইপ করতে হয়। কিছু বাটন বাম হাতের আঙ্গুল দিয়ে চাপতে হয় কিছু বাটন ডান হাতের আঙ্গুল দিয়ে চাপতে হয়।

যখন আমাদের শিফ্ট সহ বাম হাতের আঙ্গুল দিয়ে কোনো বাটন চাপ দেয়ার প্রয়োজন পড়ে এবং তখন আমরা ডান হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে ডান পাশের শিফ্ট প্রেস করবো।

একই ভাবে যখন আমাদের শিফ্ট সহ ডান হাতের আঙ্গুল দিয়ে কোনো বাটন চাপ দেয়ার প্রয়োজন পড়ে এবং তখন আমরা বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে বাম পাশের শিফ্ট প্রেস করবো।

অর্থাৎ বর্ণটি যদি ডান হাতের হয় তবে শিফ্ট দিতে হবে বাম হাতে। বর্ণটি যদি বাম হাতের তবে শিফ্ট দিতে হবে ডান হাতে। এবং শিফ্টের জন্য ডান ও বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল ব্যবহার কারতে হবে।

Step : 6
বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে Shift চেপে ধরে-
ডান হাতের তর্জনি আঙ্গুল দিয়ে "J" বাটন চাপলে পাবো “ 

ডান হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে Shift চেপে ধরে-
বাম হাতের তর্জনি আঙ্গুল দিয়ে "F" বাটন চাপলে পাবো “

মনে রাখার সুবিধার জন্য বলে রাখি, যে বাটনে আগে “” ছিলে, Shift দিয়ে প্রেস করলে সে বাটনে পাবো “। একই ভাবে যে বাটনে ছিলো “ া/আ-কার Shift দিয়ে প্রেস করলে সেই বাটনে পাবো ”।

 অখ অখ খঅ খঅ অখ অখ খঅ খঅ খঅ অখ খঅ অখ খঅ অখ খঅ


Step : 7
বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে Shift চেপে ধরে-
ডান হাতের মধ্যমা আঙ্গুল দিয়ে "K" বাটন চাপলে পাবো “

ডান হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে Shift চেপে ধরে-
বাম হাতের মধ্যমা আঙ্গুল দিয়ে "D" বাটন চাপলে পাবো “ী/ঈ-কার

যেখানে “” = Shift সহ সেখানে “
যেখানে  “ ি/ই-কার” = Shift সহ সেখানে “ী/ঈ-কার

 থী থী থী থী থী থী থী থী থী থী থী থী থী থী থী


Step : 8
বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে Shift চেপে ধরে-
ডান হাতের অনামিকা আঙ্গুল দিয়ে "L" বাটন চাপলে পাবো “

ডান হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে Shift চেপে ধরে-
বাম হাতের অনামিকা আঙ্গুল দিয়ে "S" বাটন চাপলে পাবো “ূ/ঊ-কার

যেখানে “” = Shift সহ সেখানে “
যেখানে  “ ু/উ-কার” = Shift সহ সেখানে “ূ/ঊ-কার

 ধূ ধূ ধূ ধূ ধূ ধূ ধূ ধূ ধূ ধূ ধূ ধূ ধূ ধূ ধূ


Step : 9 + 8
বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে Shift চেপে ধরে-
ডান হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে ";" বাটন চাপলে পাবো “:/কোলন

ডান হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে Shift চেপে ধরে-
বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে "A" বাটন চাপলে পাবো “র্/রেফ

যেখানে “;/সেমি-কোলন” = Shift সহ সেখানে “কোলন
যেখানে  “ ৃ/ঋ-কার” = Shift সহ সেখানে “র্/রেফ

র্ধ: র্ধ: র্ধ: র্ধ: র্ধ: র্ধ: র্ধ: র্ধ: র্ধ: র্ধ: র্ধ: র্ধ: র্ধ: র্ধ: র্ধ:


Step : 10
বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে Shift চেপে ধরে-
ডান হাতের তর্জনি আঙ্গুল বাম দিকে একটু টেনে "H" বাটন চাপলে পাবো “

ডান হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে Shift চেপে ধরে-
বাম হাতের তর্জনি আঙ্গুল বাম দিকে একটু টেনে "G" বাটন চাপলে পাবো “।/দাড়ি
প্রতিবার আঙ্গুল আবার Home Key তে নিয়ে আসতে হবে।

যেখানে “” = Shift সহ সেখানে “
যেখানে  “্/হসন্ত” = Shift সহ সেখানে “।/দাড়ি

ভ। ভ। ভ। ভ। ভ। ভ। ভ। ভ। ভ। ভ। ভ। ভ। ভ। ভ। ভ।


Step : 1 to 10
যতটুকু শিখেছেন সবটুকু এক সাথে চর্চা করার জন্য নিচের লাইনটি বার বার লিখুন-
প্রতিবার আঙ্গুল আবার Home Key তে নিয়ে আসতে হবে।

কিবোর্ডের উপরের সারির “7” বাটনটি চাপলে “ঁ/চন্দ্রবিন্দু” পাবো।

দুধ ভাত খুকু কীতাব কব্ ; দূর্বা আঁখি বাঁধা থাকা বৃথা।


Post a Comment (0)
Previous Post Next Post