Lesson # 5 - Online Bijoy Bangla Typing Tutorial / অনলাইন বিজয় বাংলা টাইপিং টিউটোরিয়াল

এই পর্বে আমরা Home Key সারির উপরের সারিটি আয়ত্ব করবো। এখানে মনে রাখা দরকার, উপরের সারির বাটন গুলো প্রেস করে আঙ্গুল আবার আগের জায়গায় (Home Key তে) নিয়ে আসতে হবে।

তাহলে আসুন শুরু করি---

দুই হাত Home Key তে রাখুন।

Step : 10
ডান হাতের তর্জনি আঙ্গুল তুলে উপরের সারির "U" বাটনে পাবেন “
বাম হাতের তর্জনি আঙ্গুল তুলে উপরের সারির "R" বাটনে পাবেন “
প্রতিবার আঙ্গুল আবার Home Key তে নিয়ে আসতে হবে।

 জপ জপ জপ পজ জপ পজ তৃধ জব্ কৃত কুজ কূপ থাক দীপ বাত জপ পজ জপ


Shift সহ
বাম হাতের কানিষ্ঠা আঙ্গুলে Shift চেপে ধরে-
ডান হাতের তর্জনি আঙ্গুল তুলে উপরের সারির "U" বাটনে পাবেন “

ডান হাতের কানিষ্ঠা আঙ্গুলে Shift চেপে ধরে-
বাম হাতের তর্জনি আঙ্গুল তুলে উপরের সারির "R" বাটনে পাবেন “
প্রতিবার আঙ্গুল আবার Home Key তে নিয়ে আসতে হবে।

যেখানে “জ” = ‍Shift সহ সেখানে “ঝ”
যেখানে “প” = ‍Shift সহ সেখানে “ফ”

ঝফ ঝফ ঝফ ঝফ ঝফ পঝ ফজ পঝ ফজ অজ ভাত কত দাঁত দিতি জাতি ঝফ ঝফ


Step : 11
ডান হাতের তর্জনি আঙ্গুল তুলে উপরের সারির "Y" বাটনে পাবেন “
বাম হাতের তর্জনি আঙ্গুল তুলে উপরের সারির "T" বাটনে পাবেন “
প্রতিবার আঙ্গুল আবার Home Key তে নিয়ে আসতে হবে।

 চট চট টচ চট টচ চট জট চপ টচ জট জপ টজ টপ চজ পট জচ টজ টচ চাতক


Shift সহ
বাম হাতের কানিষ্ঠা আঙ্গুলে Shift চেপে ধরে-
ডান হাতের তর্জনি আঙ্গুল তুলে উপরের সারির "Y" বাটনে পাবেন “

ডান হাতের কানিষ্ঠা আঙ্গুলে Shift চেপে ধরে-
বাম হাতের তর্জনি আঙ্গুল তুলে উপরের সারির "T" বাটনে পাবেন “
প্রতিবার আঙ্গুল আবার Home Key তে নিয়ে আসতে হবে।

যেখানে “চ” = ‍Shift সহ সেখানে “ছ”
যেখানে “ট” = ‍Shift সহ সেখানে “ঠ”

ছঠ ছঠ ঠছ ঠছ ছঠ ঠছ টছ ঠছ ছাতা ঝঠঝপ পাতা ছাদ ছটা জাতি ছঠ ঠছ টছ চঠ


Post a Comment (0)
Previous Post Next Post