Step : 17
ডান হাতের মধ্যমা আঙ্গুল তুলে নিচের সারির ", /Coma" বাটনে পাবেন “, / কমা”
বাম হাতের মধ্যমা আঙ্গুল তুলে নিচের সারির "C" বাটনে পাবেন “ ে/এ-কার”
প্রতিবার আঙ্গুল আবার Home Key তে নিয়ে আসতে হবে।
ইউনি-বিজয়ে প্রথমে এ-কার দিলে তা দেখা যাবে না, পরবর্তী বর্ণ চাপ দেয়ার সাথে সাথে তা দেখা যাবে।
মে, মা, কে, দে, বেত, সেতু, সেবা, দাতা, নাক, তমা, টাক, টেক
ডান হাতের কানিষ্ঠা আঙ্গুলে Shift চেপে ধরে-
বাম হাতের মধ্যমা আঙ্গুল তুলে নিচের সারির "C" বাটনে পাবেন “ ৈ/ঐ-কার”
প্রতিবার আঙ্গুল আবার Home Key তে নিয়ে আসতে হবে।
যেখানে “, / কমা” = Shift সহ সেখানে “<”
যেখানে “ ে/এ-কার” = Shift সহ সেখানে “ ৈ/ঐ-কার”
নৈশ< ভাতৃ, কৃপণ, বৈশাখ, ঘর < বাড়ি, পয়সা<টাকা,নৈশ, বৈশাখী টেলিফোন
Step : 18
ডান হাতের অনামিকা আঙ্গুল তুলে নিচের সারির ". / Dot / Full-Stop" বাটনে পাবেন “. / ডট”
বাম হাতের অনামিকা আঙ্গুল তুলে নিচের সারির "X" বাটনে পাবেন “ও”
প্রতিবার আঙ্গুল আবার Home Key তে নিয়ে আসতে হবে।
ও. ও. ও. .ও .ও .ও .ও .ও ও. ওজন, আষাঢ়, আকার ও আকৃতি. মা ও বাবা, চাচা ও চাচি
ডান হাতের কানিষ্ঠা আঙ্গুলে Shift চেপে ধরে-
বাম হাতের অনামিকা আঙ্গুল তুলে নিচের সারির "X" বাটনে পাবেন “ৗ/ঔ-কার” প্রতিবার আঙ্গুল আবার Home Key তে নিয়ে আসতে হবে।
যেখানে “, / কমা” = Shift সহ সেখানে “>”
যেখানে “ও” = Shift সহ সেখানে “ৗ/ঔ-কার”
ৗ > ৗ > >ৗ নৌকা, মমতা, মৌচাক, মৌমাছি. চৌকষ, মিঞা বিবি, ডাকাত, ঢাক ঢোল ঝাঁজর বাজে, বাজতে বাজতে চলল ঢুলি, ঢুলি গেলো কমলা ফুলি। নৌকা, মৌমাছি।
Step : 19
ডান হাতের কানিষ্ঠা আঙ্গুল তুলে নিচের সারির "/" বাটনে পাবেন “/”
বাম হাতের কানিষ্ঠা আঙ্গুল তুলে নিচের সারির "Z" বাটনে পাবেন “্র/র-ফলা”
প্রতিবার আঙ্গুল আবার Home Key তে নিয়ে আসতে হবে।
বক্র / চক্র / দরিদ্র, মুদ্রা/ গ্রাস / মানুষ ম্রণাল. ট্রাক/ রিপু, পাতা, দ্রব, টাচ, ড্র,
ডান হাতের কানিষ্ঠা আঙ্গুলে Shift চেপে ধরে-
বাম হাতের কানিষ্ঠা আঙ্গুল তুলে নিচের সারির "Z" বাটনে পাবেন “্য/য-ফলা” প্রতিবার আঙ্গুল আবার Home Key তে নিয়ে আসতে হবে।
যেখানে “/” = Shift সহ সেখানে “?”
যেখানে “্র/র-ফলা” = Shift সহ সেখানে “্য/য-ফলা”
ব্যায়? কার্য্য? যোগ্য, জোনাকি < ঘ্রাণ / গাছ, ভদ্র. দ্রব্য? দ্রবণ ট্যারা, সহ্য, সহস্র>শতক
ডান হাতের মধ্যমা আঙ্গুল তুলে নিচের সারির ", /Coma" বাটনে পাবেন “, / কমা”
বাম হাতের মধ্যমা আঙ্গুল তুলে নিচের সারির "C" বাটনে পাবেন “ ে/এ-কার”
প্রতিবার আঙ্গুল আবার Home Key তে নিয়ে আসতে হবে।
ইউনি-বিজয়ে প্রথমে এ-কার দিলে তা দেখা যাবে না, পরবর্তী বর্ণ চাপ দেয়ার সাথে সাথে তা দেখা যাবে।
মে, মা, কে, দে, বেত, সেতু, সেবা, দাতা, নাক, তমা, টাক, টেক
Shift সহ
বাম হাতের কানিষ্ঠা আঙ্গুলে Shift চেপে ধরে-
ডান হাতের মধ্যমা আঙ্গুল তুলে নিচের সারির ", /Coma" বাটনে পাবেন “<”
ডান হাতের কানিষ্ঠা আঙ্গুলে Shift চেপে ধরে-
বাম হাতের মধ্যমা আঙ্গুল তুলে নিচের সারির "C" বাটনে পাবেন “ ৈ/ঐ-কার”
যেখানে “, / কমা” = Shift সহ সেখানে “<”
যেখানে “ ে/এ-কার” = Shift সহ সেখানে “ ৈ/ঐ-কার”
নৈশ< ভাতৃ, কৃপণ, বৈশাখ, ঘর < বাড়ি, পয়সা<টাকা,নৈশ, বৈশাখী টেলিফোন
Step : 18
ডান হাতের অনামিকা আঙ্গুল তুলে নিচের সারির ". / Dot / Full-Stop" বাটনে পাবেন “. / ডট”
বাম হাতের অনামিকা আঙ্গুল তুলে নিচের সারির "X" বাটনে পাবেন “ও”
প্রতিবার আঙ্গুল আবার Home Key তে নিয়ে আসতে হবে।
ও. ও. ও. .ও .ও .ও .ও .ও ও. ওজন, আষাঢ়, আকার ও আকৃতি. মা ও বাবা, চাচা ও চাচি
Shift সহ
বাম হাতের কানিষ্ঠা আঙ্গুলে Shift চেপে ধরে-
ডান হাতের অনামিকা আঙ্গুল তুলে নিচের সারির ". / Dot / Full-Stop" বাটনে পাবেন “>”
ডান হাতের কানিষ্ঠা আঙ্গুলে Shift চেপে ধরে-
বাম হাতের অনামিকা আঙ্গুল তুলে নিচের সারির "X" বাটনে পাবেন “ৗ/ঔ-কার” প্রতিবার আঙ্গুল আবার Home Key তে নিয়ে আসতে হবে।
যেখানে “, / কমা” = Shift সহ সেখানে “>”
যেখানে “ও” = Shift সহ সেখানে “ৗ/ঔ-কার”
ৗ > ৗ > >ৗ নৌকা, মমতা, মৌচাক, মৌমাছি. চৌকষ, মিঞা বিবি, ডাকাত, ঢাক ঢোল ঝাঁজর বাজে, বাজতে বাজতে চলল ঢুলি, ঢুলি গেলো কমলা ফুলি। নৌকা, মৌমাছি।
Step : 19
ডান হাতের কানিষ্ঠা আঙ্গুল তুলে নিচের সারির "/" বাটনে পাবেন “/”
বাম হাতের কানিষ্ঠা আঙ্গুল তুলে নিচের সারির "Z" বাটনে পাবেন “্র/র-ফলা”
প্রতিবার আঙ্গুল আবার Home Key তে নিয়ে আসতে হবে।
বক্র / চক্র / দরিদ্র, মুদ্রা/ গ্রাস / মানুষ ম্রণাল. ট্রাক/ রিপু, পাতা, দ্রব, টাচ, ড্র,
Shift সহ
বাম হাতের কানিষ্ঠা আঙ্গুলে Shift চেপে ধরে-
ডান হাতের কানিষ্ঠা আঙ্গুল তুলে নিচের সারির "/" বাটনে পাবেন “?”
ডান হাতের কানিষ্ঠা আঙ্গুলে Shift চেপে ধরে-
বাম হাতের কানিষ্ঠা আঙ্গুল তুলে নিচের সারির "Z" বাটনে পাবেন “্য/য-ফলা” প্রতিবার আঙ্গুল আবার Home Key তে নিয়ে আসতে হবে।
যেখানে “/” = Shift সহ সেখানে “?”
যেখানে “্র/র-ফলা” = Shift সহ সেখানে “্য/য-ফলা”
ব্যায়? কার্য্য? যোগ্য, জোনাকি < ঘ্রাণ / গাছ, ভদ্র. দ্রব্য? দ্রবণ ট্যারা, সহ্য, সহস্র>শতক