কি-বোর্ডে আঙ্গুল বসানোর নিয়ম
নিচের চিত্রের মত বাম হাতের কনিষ্ঠা - অনামিকা - মধ্যমা - তর্জনি যথাক্রমে A - S - D - F এবং
ডান হাতের কনিষ্ঠা - অনামিকা - মধ্যমা - তর্জনি যথাক্রমে ; - L - K - J এর উপর বসবে। মাঝের G ও H খালি থাকবে। দুই হাতের বৃদ্ধা আঙ্গুল কিবোর্ডের বড় বটন Space এর উপর থাকবে। Space চাপার সময় যে হাতের বৃদ্ধা আঙ্গুলিতে সুবিধা হয় সেই হাতেই প্রেস করতে হবে।
উপরে উল্লেখিত অবস্থায় হাত কিবোর্ডে রাখাকে আমরা শিখার সুবিধার্থে Home Key বলবো। মনে রাখতে হবে অন্যান্য বাটন গুলোতে চাপ দেয়ার পর প্রতিবারই আঙ্গুল আবার Home Key তে নিয়ে আসতে হবে। মোট কথা স্বাবাবিক অবস্থায় আঙ্গুল Home Key-তেই থাকবে অর্থাৎ কিবোর্ডে হাত রাখা মাত্রই Home Key গুলোতেই হাত রাখতে হবে।
বাংলা সাহিত্যের যুগ সম্পর্কে ঐতিহাসিক দের মতামত
ReplyDelete